Read Time:2 Minute, 20 Second

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যান দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দুবাইয়ের সেই স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান পুলিশ খুনের মামলার আসামি। আর তাই একজন আসামির স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচিত হচ্ছেন সাকিব।

এর মাঝেই সাকিবকে নিয়ে রীতিমত বোমা ফাটালেন ব্যারিস্টার সুমন। বৃহস্পতিবার ( ১৬ মার্চ) সন্ধ্যায় সাকিবকে নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার সুমন। ভিডিও বার্তায় সুমন বলেন, ‘সাকিব আল হাসান, আমাদের একজন নামি ক্রিকেটার। যার জন্য আমরা গর্ববোধ করি। উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে। যারা সেলিব্রেটি আছি, তাদেরকে যে-কেউ দাওয়াত দিলে যেতেই পারেন। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না।’

তিনি আরও বলেন, ‘কিন্তু যখন আমি জানতে পারলাম যে, ডিবির পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল, আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তিনি একজন পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি। পাশাপাশি তিনি এখন পলাতক অবস্থায় রয়েছেন। ইন্টারপোলের সাহায্যে আমরা তাকে ধরে আনা চেষ্টা করছি। তারপরও সাকিব আল হাসান তার দোকান উদ্বোধন করতে গেছেন। আমার কাছে মনে হয়েছে, এটা যে একটা অপরাধ, সেটা তিনি জানেন কিনা! সেলিব্রেটি হলে কি তার কোনো অপরাধের বিচার হবে না।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দুবাইয়ে সেই স্বর্ণ ব্যবসায়ী আরাভের বাসায় সাকিব
Next post যুক্তরাষ্ট্রের আরেক ব্যাংক বাঁচাতে ৩০ বিলিয়ন ডলার সহায়তা
Close