মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি এখনও অবৈধ আছে তাদেরকে বৈধ করা এবং বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ/অদক্ষ শ্রমিক নিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছেন সফররত আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃবৃন্দ। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ‘দশ লক্ষাধিক কর্মীর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য মালেয়শিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। পাশাপাশি যে সকল বাংলাদেশি প্রবাসীরা মালোয়েশিয়ায় নানা পরিস্থিতির শিকার হয়ে অবৈধ হয়ে আছেন বা যে সকল শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে তাদেরকে যৌক্তিক সময়ের মধ্যে বৈধ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।’
মঞ্জু বলেন, ‘মঙ্গলবার মালোয়েশিয় সময় সকাল ১১টায় এবি পার্টির প্রতিনিধি দল মালেয়শিয়ার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ক্রেস্ট ও স্যুভেনিয়র উপহার দেওয়া হয়। মত বিনিময়কালে এবি পার্টির লক্ষ্য, সাত দফা কর্মসূচি, দল গঠনের প্রেক্ষাপট, দলীয় কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরি। পরে আমরা প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে আন্তর্জাতিক অতিথি হিসেবে পর্যবেক্ষণ করি। এরপর সংসদে সরকার দলীয় চিফ হুইপ ও সাবেক মন্ত্রী ড. জুলকিফি আহমেদের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিই। এ সময় ড. জুলফিকিকে এবি পার্টির স্যুভেনিয়র উপহার দেওয়া হয় এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। পরে সংসদে বিরোধী দলীয় নেতা, সাবেক প্রতিরক্ষামন্ত্রী হিশাম উদ্দিন হোসেইনের সাথে সাক্ষাৎ করি।’
এ সময় প্রনিধিদলে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার খান আজম এবং সিনিয়র সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নুরুল গাফ্ফার।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...