ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)র উদ্যোগে ৩৭তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বাংলাদেশি সংগঠন।
রোববার (১২ মার্চ) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ফোবানার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কমিটির নির্বাহী সভাপতি আতিকুর রহমান বলেন, ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নুতন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা।
তিনি বলেন, ফোবানা সম্মেলন হচ্ছে বিদেশের মাটিতে হাজারো বাংলাদেশির মিলনমেলা, যেখানে খুঁজে পাওয়া যায় বাংলাদেশকে, সারা বিশ্বের মানুষ জানতে পারবে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের গল্প এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা।
ফোবানা সম্মেলনে যেসব কর্মসূচি থাকবে সে সম্পর্কে অন্যান্য বক্তারা বলেন, এবারের সম্মেলনটিতে থাকবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী। এতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, বিগত সম্মেলনের মতো এবারও থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ বিশেষ অনুষ্ঠান। যাতে করে নতুন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে। বুঝতে পারে ৩০ লক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সোনার বাংলাদেশের জন্মের ইতিহাস।
ফোবানা সম্মেলন প্রতিবছর উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডার) বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার দীর্ঘদিন পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিল ফোবানা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
সম্মেলনকে স্বার্থক করতে ইতোমধ্যে (শেরাটন লাভাল হোটেল কনভেনশন) হলটি নির্ধারণ করা হয়েছে এবং শিল্পীদের আমন্ত্রণ করার কাজ দ্রুত চলমান রয়েছে।
ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন আতিকুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফোবানার যুগ্ম নির্বাহী সচিব কবির কিরণ, সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও বেদারুল ইসলাম বাবলা প্রমুখ।
More Stories
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...