যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটির শিব মন্দিরে নাচ, গান ও কবিতার মধ্যদিয়ে উদযাপিত হলো বসন্ত উৎসব ও দোল পূর্নিমা।
গত শনিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৫ টায় বর্ণিল সাজে অনুষ্ঠানে আসেন বসন্তপ্রেমীরা। বাসন্তী রঙের শাড়ি, নানা রঙের পাঞ্জাবি এবং রঙিন ফুলে নিজেকে সাজিয়েছেন নানা বয়সের মানুষ। গানের তালে তালে চলে নৃত্য পরিবেশনা। সেইসঙ্গে আবৃত্তি, গানে মুগ্ধ সবাই। এ যেন এক প্রাণের উৎসব।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রুমানা রশিদ, পার্থ ঘোষ ও চিনু মৃধা। সুকন্যা শুক্লার কোরিওগ্রাফিতে দ্বৈত নৃত্য পরিবেশন করেন মৃত্তিকা সরকার ও অর্পিতা সেন। একক সঙ্গীত পরিবেশন করেন তপন প্রভু ও চিনু মৃধা।
অন্তরা দাস অন্তির কোরিওগ্রাফিতে গ্রুপ নৃত্য পরিবেশন করেন নটরাজ নৃত্যকলা কেন্দ্রের শিশু শিল্পী অরিত্রি, আরিয়ানা, শোহানি, জেসিকা ও পুষ্পিতা। অপর শিশু শিল্পী গ্রুপ নৃত্য পরিবেশন করে অনুষ্কা, স্বরনিকা, প্রমিতা এবং ওম্বিকা। কিশোরী গ্রুপ নৃত্য অংশ নেয় অমিতা, রিয়া, কৃষ্টি, ঈশিকা, কুয়াশা, অথয়, মৌ এবং অন্তরা।
অন্তরা দাস অন্তির কোরিওগ্রাফিতে বড়দের গ্রুপ নৃত্যে অংশ নেন চিনু মৃধা, অন্তরা অন্তি, সুস্মিতা চৌধুরী, নীলিমা রায়, রাজশ্রী শর্মা, সঙ্গীতা পাল, কৃষ্ণা দাস, বেবী আচার্য্য, জোৎস্না বিশ্বাস, শিল্পী পাল, অনন্যা বহ্নি, চম্পা পুরকায়স্থ, চৈতি পাল, অনুপা ঘোষ।
দলীয় সঙ্গীত (মহিলা গ্রুপ) পরিবেশন করেন চিনু মৃধা, সুস্মিতা চৌধুরী, নীলিমা রায়, রাজশ্রী শর্মা, সঙ্গীতা পাল, সুমা দাস, চন্দনা ব্যানার্জী, কৃষ্ণ দাস, ফাল্গুনী সোম, বেবী আচার্য্য ও জোৎস্না বিশ্বাস।
সমবেত সঙ্গীত (পুরুষ গ্রুপ) পরিবেশন করেন রতন হাওলাদার, স্বদেশ রঞ্জন সরকার, অতুল দস্তিদার, হিমেল দাস, দেবব্রত রাহুল, রাখি রঞ্জন রায়, অপূর্ব কান্তি চৌধুরী, ঝন্টু দাশ, কমলেন্দু পাল, কুলেন্দু পাল, পূর্নেন্দু চক্রবর্তী অপু এবং অসিত বরন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিব মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ড. দেবাশীষ মৃধা। প্রধান অতিথির বক্তব্যে ড. দেবাশীষ মৃধা বলেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দরতম রঙ হলো ভালোবাসার রঙ। তাই আপনাদের সকলকে ভালোবেসে ভালোবাসার রঙে সাজিয়ে দিলাম।’
এছাড়া অনুষ্ঠানে কেক কেটে ও মালা বদলের মাধ্যমে বিবাহবার্ষিকী পালন করলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী ও সুস্মিতা চৌধুরী এবং কুলেন্দু পাল ও সঙ্গীতা পাল। আর শিব মন্দিরে এই অনুষ্ঠানের প্রচলন একেবারেই নতুন। খুবই আনন্দের সঙ্গে দম্পতিদের বিবাহবার্ষিকী পালনের রীতি চালু করা হয়েছে। যা সকলের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...