Read Time:2 Minute, 12 Second

ঢাকায় সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যান-মেরি ট্রেভিলিয়ানের সঙ্গে আজ রোববার সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রক্তে হচ্ছে গণতন্ত্র, ন্যায়পরায়ণতা ও মানবাধিকার। এসব বিষয়ে অন্য কারও কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার সুযোগ নেই। আপনাদের দুর্বলতা থাকলে আমাদের থেকে নিতে পারেন।’

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমাদের দেশের আগামী নির্বাচন নিয়ে তারা জিজ্ঞাসা করেননি। আমি বলেছি যে, আমাদের দেশে একটি বিশ্বাসযোগ্য, একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই এবং এজন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলার দরকার, আমরা সেগুলো তৈরি করেছি। আমাদের গত ১৪ বছরে অনেক নির্বাচন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সে পরিপ্রেক্ষিতে আমরা ফটো আইডি তৈরি করেছি, যাতে করে আগের মতো কারচুপি না হয়।’

তিনি বলেন, ‘আমরা একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করেছি এবং তাদের অসম্ভব বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের বাজেটও স্বাধীন। এছাড়া নির্বাচনের সময়ে তারা যা চায়, সেটি করতে পারে। এসব প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যাতে করে একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করা যায়।‘

নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি কিছু বলেননি, শুনেছেন। উনি বলেছেন, গণতন্ত্রে ভিন্নমত থাকতে পারে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post খালেদার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়‌ছে
Next post সিলিকন ভ্যালির পর বন্ধ আরেক মার্কিন ব্যাংক
Close