Read Time:2 Minute, 32 Second

গরিব দেশগুলোকে নানাভাবে শোষণ করায় ধনী দেশগুলোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি বলেছেন, রাক্ষুসে সুদের হার আর পঙ্গু করে দেয়ার মতো জ্বালানির দাম নির্ধারণ করে দরিদ্র দেশগুলোর গলা টিপে ধরছে ধনী দেশগুলো।

শনিবার কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলনে উপস্থিত নেতাদের সামনে তিনি এমন মন্তব্য করেন।

জাতিসংঘের প্রধান বলেন, আকাশছোঁয়া জ্বালানির দাম ও আগ্রাসী সুদের হারের মাধ্যমে দরিদ্র ও পিছিয়ে পড়া দেশগুলোর গলা চেপে ধরে শ্বাসরোধ করে রাখছে উন্নত দেশগুলো। একইসঙ্গে অর্থনৈতিক উন্নতি এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির প্রচেষ্টাকে বাধা দেওয়ার ‘দুষ্ট চক্রে আটকে থাকা’ দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য উন্নত দেশগুলোর বছরে ৫০০ বিলিয়ন ডলার দেয়া উচিত।

সাধারণত প্রতি ১০ বছরে বিশ্বের ৪৬টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে করোনভাইরাস মহামারির কারণে ২০২১ সাল থেকে পরপর দুবার এই সম্মেলন পেছানো হয়।

সম্মেলনের শুরুতে নিজের বক্তব্যে ধনী দেশগুলোর তীব্র সমালোচনা করে জাতিসংঘ মহাসচিব বলেন, শক্তিশালী ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোর বিরুদ্ধে যে নির্মম আচরণ ও দুষ্ট কৌশল প্রয়োগ করে চলেছে।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, জলবায়ু পরিবর্তনে আপনারা দায়ী না হলেও এই বিপর্যয়ের সাথে লড়াই করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যখন মূলধনের ব্যয় আকাশচুম্বী এবং প্রাপ্ত আর্থিক সহায়তা বালতিতে এক ফোটা পানির মতো। জীবাশ্ম জ্বালানির জায়ান্টরা প্রচুর মুনাফা করছে, যখন আপনাদের দেশে লাখ লাখ মানুষের খাবার জোগাড় হয় না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post স্বল্পোন্নত দেশগুলোর জন্য বৈশ্বিক অংশীদারিত্ব অর্থবহ হতে হবে
Next post খালেদার সাজা স্থগিতের আবেদন শীঘ্রই
Close