ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারির মধ্যেই চীন সফরে রয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট। দেশটিতে পৌছালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোকে স্বাগত জানায় বেইজিং।
জানা যায়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে লুকাশেঙ্কোর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে লুকাশেঙ্কো এই সফরে যান বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে। গত সেপ্টেম্বর উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দুই দেশের নেতা বৈঠক করেন। সে সময় তারা চীন-বেলারুশ সম্পর্ককে ‘সার্বিক সমন্বিত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করতে একমত হন। সেই বৈঠকে পুতিনও ছিলেন।
বেলারুশ গতবছরই রাশিয়াকে ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে। ওদিকে, চীন এখনও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানায়নি। অতিসম্প্রতি গত শনিবার ভারতে জি-২০ সম্মেলনের যৌথ বিবৃতিতে রাশিয়ার আগ্রাসনের নিন্দারও বিরোধিতা করে চীন। আবার নতুন তথ্যে বেইজিং প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে বলে জানা গেছে- এমন কথা গত ১৯ ফেব্রয়ারিতেই বলেন মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
রাশিয়াকে অস্ত্র–গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে বলে হুঁশিয়ারও করেন তিনি। আবার ২৭ ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান ফের চীনকে হুঁশিয়ার করে বলেন, রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে মূল্য দিতে হবে। বিষয়টি নিয়ে সম্প্রতি কয়েকসপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। তার মধ্যেই বেলারুশের প্রেসিডেন্ট চীন সফরে যান।
More Stories
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা। শুক্রবার...
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...