Read Time:2 Minute, 30 Second

ইউক্রেনে আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। এই নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ তার মিত্রদের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। তবে উল্টো যুক্তরাষ্ট্রকেই এক হাত নিয়েছেন পুতিন।

গতকাল রোববার পুতিন দেশটির এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থ উদ্ধার এবং এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্বকে তার সঙ্গে করে নিতে চাইছে। যুক্তরাষ্ট্রের একান্ত অনুগত রাষ্ট্রগুলো ওয়াশিংটনের এই একগুঁয়েপূর্ণ লক্ষ্য সম্পর্কে সচেতন আছে। কিন্তু বর্তমানে তারা চোখ বন্ধ করে আছে।

এর কারণ হিসেবে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের ওপর এসব দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা খাতের নির্ভরশীলতা অনেক বেশি। পুতিন অভিযোগ করেন, মার্কিন নেতৃত্বে উদীয়মান এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের স্বার্থ আবর্তিত হচ্ছে। এটি বিশ্বব্যবস্থার বিরুদ্ধে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত ১২ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো কিয়েভকে গোয়েন্দা তথ্য ছাড়াও বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ দিয়ে সাহায্য করে আসছে। একইসঙ্গে ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রাষ্ট্রপতির বাড়িতে নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর, আপ্যায়িত হবেন হাওরের মাছ ও পনিরে
Next post দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত, দেশে আনা হয়েছে লাশ
Close