ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে স্থাপিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটি উচ্ছেদের পর আবারও সেটি জোড়াতালি দিয়ে একই স্থানে স্থাপন করা হয়েছে।
শনিবার ভাস্কর্যটির উদ্যোক্তা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা পুনরায় এটি স্থাপন করেন। তবে ভাস্কর্যটির মূল কাঠের কাঠামো দেখা গেলেও আবরণ নেই এবং মাথা বাম দিকে কাত করে রাখা হয়েছে।
ভাস্কর্যটির ধ্বংসাবশেষ সোহরাওয়ার্দী উদ্যানের ভাগাড় থেকে উদ্ধার করে উদ্যোক্তারা পুনরায় স্থাপন করেছেন। ভাস্কর্যের পাশে দুটি ব্যানারও দেখা গেছে। তার একটিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সবধরনের সেন্সরশিপ বাতিলের আহ্বান জানানো হয়েছে।
পুনরায় রবীন্দ্র ভাস্কর্য স্থাপনের বিষয়ে ছাত্র ইউনিয়নের নেতা ও ভাস্কর্যের অন্যতম উদ্যোক্তা শিমুল কুম্ভকার বলেন, বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ সহ্য করা হয় না। প্রতিবাদ করতে গেলেই আঘাত পেতে হয়। তার ওপর নেমে আসে জুলুম-নিপীড়ন। রবীন্দ্রনাথের ভাস্কর্যটি একটি প্রতিবাদী শিল্পকর্ম মাত্র। সেই শিল্পকর্মটির ওপরেও জুলুম-নিপীড়ন নেমে এসেছে। ভাস্কর্যটি ভেঙে দেওয়া হয়েছে, সেটা দেখানোর জন্য ভাস্কর্যটি পুনরায় স্থাপন করেছি।
শিমুল আরও বলেন, আমরা আজ ভিসি স্যারের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে, কেন আমরা এটা স্থাপন করেছি? এরপর আমরা বলেছি যে, এটা আমাদের প্রতিবাদ। তারপর তিনি আর কিছু বলেননি।
এর আগে গত মঙ্গলবার বাক ও মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ টেপ দিয়ে বন্ধ এবং পেরেক ঠুকানো একটি বই হাতে ভাস্কর্য স্থাপন করা হয়। পুরো ফেব্রুয়ারি মাসের জন্য এটি স্থাপন করা হলেও দুইদিনের মাথায় হঠাৎ করে গত বৃহস্পতিবার তা সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীরা সেখানে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’ লেখা ব্যানার ঝুলিয়ে দেন। এরপর শুক্রবার সেই ভাস্কর্যের জীর্ণ খণ্ডাংশ সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া যায় এবং শনিবার সেটাই আবার রাজু ভাস্কর্যে স্থাপন করা হয়।
More Stories
দেশে এতোদিন বিনিয়োগের অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা
বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।...
নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি, মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’র ৫৪তম স্বাক্ষরকারী দেশ, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত...
নববর্ষের র্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
নববর্ষের র্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।...
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...
বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি
পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ইতোমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সংস্থাটি আরও...
রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ড. ইউনূসকে জড়িয়ে সংঘবদ্ধ অপপ্রচার
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা সে...