প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বলে প্রচার করা আইডিটি ভুয়া বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর নামে টুইটার অ্যাকাউন্ট বলে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, টুইটার অ্যাকাউন্ট প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং নীল ব্যাজযুক্ত ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট।

পরিচিতিতে লেখা রয়েছে, ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটও লিংকআপ করা। অ্যাকাউন্টটিতে ফলোয়ার সংখ্যা রয়েছে ১৩৭ জন।

Previous post সরকারের উন্নয়নে জনগণ খুশি, মন খারাপ শুধু বিএনপির: ওবায়দুল কাদের
Next post তুরস্কে ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে শ্রমিক পাঠাতে আগ্রহী বাংলাদেশ
Close