দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আসেন তিনি। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

এসব বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি ও নিরাপত্তা সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডারসেক্রেটারি (সচিব) পর্যায়ের কর্মকর্তা হলেও বিশেষ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো দেখভাল করেন ডেরেক শোলে। বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে তিনি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় ডেরেক শোলে সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন। দলে আছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক দপ্তর ইউএসএআইডি প্রশাসকের কাউন্সেলর ক্লিনটন হোয়াইট, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিজাবেথ হোর্স্ট, বৈশ্বিক ফৌজদারি বিচার বিষয়ক অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ বেথ ভ্যান শ্যাকসহ আরো তিন কর্মকর্তা।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল সন্ধ্যায় এক টুইট বার্তায় প্রতিনিধিদলটিকে বাংলাদেশে স্বাগত জানিয়েছে। দূতাবাস বলেছে, বাংলাদেশে অবস্থানকালে তারা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরস্পরের বৈশ্বিক উদ্বেগ প্রশমন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবে।

Previous post কানাডার টরোন্টোতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
Next post বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা : পররাষ্ট্রমন্ত্রী
Close