তুরস্কে উদ্ধারকারী দলগুলো ১২৯ ঘণ্টা পর পাঁচ সদস্যের একটি পরিবারকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। ওই পরিবারটি পাঁচ দিন ধরে তাদের ধসে পড়া বাড়িতে ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম হ্যাবারতুর্ক জানিয়েছে, উদ্ধারকারীরা প্রথমে গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগ শহরে ধ্বংসাবশেষের ঢিবি থেকে মা ও মেয়ে হাভা এবং ফাতমাগুল আসলানকে বের করে আনে। দলগুলো পরে শিশুদের বাবা হাসান আসলানের কাছে পৌঁছান। কিন্তু হাসান দাবি করেন, তার অন্য মেয়ে জেইনেপ এবং ছেলে সালটিক বুগরাকে আগে বাঁচাতে হবে। তারপর তিনি বের হয়ে আসবেন। শেষ পর্যন্ত উদ্ধারকারীরা জেইনেপ, সালটিক ও তাদের বাবাকে বের করে আনে উদ্ধারকারীরা। এসময় উদ্ধারকারীরা উল্লাস করে এবং ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দেয়।

১২৯ ঘন্টা পরে নাটকীয় উদ্ধারের ফলে হিমাঙ্কের তাপমাত্রার মধ্যে শনিবার উদ্ধার হওয়া লোকের সংখ্যা কমপক্ষে নয়জনে পৌঁছেছে।

Previous post বিদেশি কর্মী নিয়োগে বাংলাদেশকে সহযোগীতা করব : মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী
Next post বাতাসে লাশের গন্ধ
Close