Read Time:2 Minute, 32 Second

মালয়েশিয়ার নব নিযুক্ত মানবসম্পদ মন্ত্রী শিবকুমার ভারাথারাজু নাইড়ুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. গোলাম সারোয়ার। গতকাল বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সময় তারা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি নিয়োগ আরও বেগবান করতে মানবসম্পদ মন্ত্রী শিবকুমার ভারাথারাজু নাইড়ুর কাছে আহ্বান জানান গোলাম সারোয়ার। এছাড়াও স্বল্প ব্যয়ে অধিক কর্মী প্রেরণে বর্তমানে প্রচলিত নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সম্ভাব্য পদক্ষেপ ও প্রস্তাবনা তুলে ধরেন তিনি। কর্মী নিয়োগ দ্রুততর করতে দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভার আয়োজনের আহ্বান জানান হাই কমিশনার।

মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যৌথ ওয়ার্কিং গ্রুপের সভার গুরত্ব বিবেচনায় আগামী মার্চ মাসে উক্ত সভা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগে অন্যতম বৃহত্তর সোর্স কান্ট্রি হিসাবে আমি বাংলাদেশকে সকল প্রকার সহযোগিতা করব।’

এছাড়াও, বাংলাদেশের হাই কমিশনার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীকে রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। নতুন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী বৈধ হওয়ার আবেদন করেছেন বলেও জানান হাই কমিশনার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এবার ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প, নিহত ৪
Next post ১২৯ ঘণ্টা পর এক পরিবারের সবাইকে জীবিত উদ্ধার
Close