চীন বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। সম্প্রতি শি’কে উদ্দেশ করে বাইডেন বলেছেন, চীনের প্রেসিডেন্টের অনেক সমস্যা রয়েছে। এর জবাবেই এমন প্রতিক্রিয়া জানালো দেশটি। খবর এনডিটিভির।

চলতি সপ্তাহে বাইডেন বলেন, আপনারা কি এমন কোনও রাষ্ট্রনেতার কথা ভাবতে পারেন, যিনি শির সঙ্গে বাণিজ্য করতে চাইবেন? আমার তো কারও কথা মনে পড়ছে না। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, জিনপিংয়ের অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো অর্থনীতি।

এই নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়েরমুখপাত্র মাও নিং জানিয়েছেন, এই ধরনের বক্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। যা সাধারণ কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

গত কয়েক দিন ধরে উত্তর আমেরিকার আকাশে উড়ছিল চীনের নজরদারি বেলুন। পেন্টাগনের অভিযোগ ছিল, আমেরিকার সামরিক ঘাঁটি, অস্ত্রের ওপর নজরদারি চালায় বেইজিং। যদিও সেই দাবি উড়িয়ে চীনের বক্তব্য, নজরদারি নয়, আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য বেলুন ওড়ানো হয়েছিল।

Previous post বিদেশে টাকা পাচারকারীরা শনাক্ত হচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
Next post এবার ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প, নিহত ৪
Close