মালয়েশিয়া নিয়োগ প্রক্রিয়া অনেক সহজ ও স্বচ্ছ করে বাংলাদেশি কর্মী নিয়োগে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
রবিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা খুব ভালো কিছু পেতে যাচ্ছি।’
মালয়েশিয়ার মন্ত্রীর আন্তরিকতার প্রশংসা করে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, তারা প্রাসঙ্গিক সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।
ইমরান আহমেদ আরো বলেন, ‘আমাদের কর্মীদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত সব কিছু আলোচনা করা হয়েছে। সেখানে খরচের বিষয়টি এবং যাওয়ার বিষয়টিসহ সবকিছু আলোচনা করা হয়েছে। একটি বিষয় মনে রাখতে হবে, এ সরকার একটি নতুন সরকার। আগের সরকারের সঙ্গে আমরা যে বিষয়েই কথা বলেছি, সেগুলোর বড় পরিবর্তন হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।’
এর আগে সই করা সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কে মন্ত্রী বলেন, প্রয়োজনে এমওইউ পুনর্বিবেচনা করা হবে এবং প্রক্রিয়াটিকে সহজ করতে তারা আরও পরিবর্তন আনবে।
তবে মালয়েশিয়ার মন্ত্রী এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি উল্লেখ করে মন্ত্রী বলেন, উভয়পক্ষ বিষয়গুলো আলোচনা করে চূড়ান্ত করতে খুব শিগগির জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।
২০২১ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ এবং মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
সেখানে নতুন সরকার গঠনের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে এটিই প্রথম মন্ত্রী পর্যায়ের সফর।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও বৈঠক করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনার মাধ্যমে কম খরচে মালয়েশিয়ায় জনবল নিয়োগ প্রক্রিয়া সহজ করতে চায় বাংলাদেশ।
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
