Read Time:3 Minute, 54 Second

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দাবি করেছেন বহুল আলোচিত হিরো আলম। একইসাথে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ভোটে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সদ্য সমাপ্ত উপনির্বাচনে ভোট পুনঃগণনার আবেদন জমা দেয়ার পর স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সাংবাদিকদের এ কথা বলেন।

আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, ‘আমার নির্বাচনী ফলাফল তারা (নির্বাচন কমিশন) সুষ্ঠুভাবে সম্পন্ন করেনি। সবগুলো ভোটকেন্দ্রের ফলাফল আমি জোগাড় করেছি। কিছু কেন্দ্রে আমিসহ প্রায় সব প্রার্থী অস্বাভাবিক ভোট পেয়েছেন। ওই কেন্দ্রগুলো উল্লেখ করে আমি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে ভোট পুনরায় গণনার আবেদন জমা দিয়েছি। তারা আমার আবেদন গ্রহণ করেছেন। তবে কবে আবারো ভোট পুনর্গণনা করবেন সে বিষয়ে কিছু জানাননি। যদি তারা সাড়া না দেন তাহলে আমি আদালতে যাবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি আমার পক্ষে কাজ করলে ভোটের দিন তারা মাঠেই থাকতো। বিএনপির কোনো লোক আমার সাথে ছিল না। এসব লোকের বানানো কথা। শুধু বিএনপির মির্জা ফখরুল স্যার নন, সারা বাংলাদেশ ও বিশ্ব আমার পক্ষে কথা বলেছে।’

হিরো আলম আরো বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম জিরো হয়ে গেছে। কিন্তু হিরো আলম কখনো জিরো হয় না। যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গেছে। সেতুমন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন। একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন- আসুন, খেলা হবে। আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সাথে করতে হবে না। আমি হিরো আলমের সাথে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা।’

হিরো আলম আরো বলেন, ‘খেলার জন্য নাকি উনি (ওবায়দুল কাদের) মাঠে প্লেয়ার খুঁজে পান না। আমার সাথে একটু প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিয়ে, ভোটারদের ভয় না দেখিয়ে, সুষ্ঠু ভোট দিয়ে দেখেন। উনি কেন আমাকে ছোট করে কথা বলেন। উনাকে বলবো, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে ভোট করুন, আমাকে যে আসন থেকে পরাজিত করে দেয়া হয়েছে।’

‘আমি সুষ্ঠু নির্বাচন চাই। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করবে। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে,’ বলেন হিরো আলম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মালয়েশিয়া থেকে ‘ভালো কিছু’ পাওয়ার আশ্বাস মন্ত্রীর
Next post শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ
Close