মালয়েশিয়া নিয়োগ প্রক্রিয়া অনেক সহজ ও স্বচ্ছ করে বাংলাদেশি কর্মী নিয়োগে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
রবিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা খুব ভালো কিছু পেতে যাচ্ছি।’
মালয়েশিয়ার মন্ত্রীর আন্তরিকতার প্রশংসা করে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, তারা প্রাসঙ্গিক সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।
ইমরান আহমেদ আরো বলেন, ‘আমাদের কর্মীদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত সব কিছু আলোচনা করা হয়েছে। সেখানে খরচের বিষয়টি এবং যাওয়ার বিষয়টিসহ সবকিছু আলোচনা করা হয়েছে। একটি বিষয় মনে রাখতে হবে, এ সরকার একটি নতুন সরকার। আগের সরকারের সঙ্গে আমরা যে বিষয়েই কথা বলেছি, সেগুলোর বড় পরিবর্তন হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।’
এর আগে সই করা সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কে মন্ত্রী বলেন, প্রয়োজনে এমওইউ পুনর্বিবেচনা করা হবে এবং প্রক্রিয়াটিকে সহজ করতে তারা আরও পরিবর্তন আনবে।
তবে মালয়েশিয়ার মন্ত্রী এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি উল্লেখ করে মন্ত্রী বলেন, উভয়পক্ষ বিষয়গুলো আলোচনা করে চূড়ান্ত করতে খুব শিগগির জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।
২০২১ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ এবং মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
সেখানে নতুন সরকার গঠনের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে এটিই প্রথম মন্ত্রী পর্যায়ের সফর।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও বৈঠক করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনার মাধ্যমে কম খরচে মালয়েশিয়ায় জনবল নিয়োগ প্রক্রিয়া সহজ করতে চায় বাংলাদেশ।
More Stories
দেশে এতোদিন বিনিয়োগের অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা
বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।...
নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি, মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’র ৫৪তম স্বাক্ষরকারী দেশ, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত...
নববর্ষের র্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
নববর্ষের র্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।...
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...
বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি
পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ইতোমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সংস্থাটি আরও...
রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ড. ইউনূসকে জড়িয়ে সংঘবদ্ধ অপপ্রচার
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা সে...