Read Time:4 Minute, 4 Second

৩৭তম ফোবানা সম্মেলন হবে কানাডার মন্ট্রিয়ল শহরে। ফোবানা চেয়ারম্যন আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার (ইউ.এস.এ. ও কানাডার) বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার দীর্ঘ দিন পর বাংলাদেশ এসোসিয়েশন অফ মন্ট্রিয়ল ফোবানা সম্মেলনটি করতে যাচ্ছে। সম্মেলনটির কনভেনার হচ্ছেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগঠক মনিরুজ্জামান এবং মেম্বার সেক্রেটারী হাফিজুর রহমান ও অভিজিৎ দে।

সম্মেলনকে সার্থক করতে ইতিমধ্যে কনভেনশন হল/হোটেল বুকিং এবং শিল্পীদের আমন্ত্রণ করার কাজ শুরু হয়ে গেছে। সবাইকে সপরিবারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফোবানা সম্মেলনটি হচ্ছে মূলধারার ফোবানা দ্বারা আয়োজিত একমাত্র সম্মেলন। বাংলাদেশের সার্বভৌমত্বে, বাংলাদেশে স্বাধীনতায়, বাংলাদেশের সংস্কৃতিতে, বিশ্বাসী এক পরিচ্ছন্ন ফোবানাতে যেখানে থাকবে সম্মানিত সাংস্কৃতিক মনের মানুষ, থাকবে না অপরাধের সাথে সংযুক্ত কোনো ব্যক্তিবর্গ। ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশী সংস্কৃতিকে ধরে রাখা এবং নুতন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা। সাথে সাথে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা, বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের ভেতর সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতু বন্ধন তৈরী করা, নুতন প্রজন্মের কাছে ফোবানা ইয়ুথ ক্লাবের মাধ্যমে ভাষা, সংস্কৃতি, উচ্চ শিক্ষার ব্যাপারে প্রেরণা দেওয়া।

ফোবানা সম্মেলন হচ্ছে বিদেশের মাটিতে হাজার বাংলাদেশীদের মিলন মেলা, যেখানে খুঁজে পাওয়া যায় বাংলাদেশকে, যেখানে জানা যায় অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের গল্প, এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা। এখানে বাংলাদেশ থেকে আসবেন স্বনামধন্য শিল্পী সহ অন্নান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উত্তর আমেরিকায় বহু বাংলাদেশী গুণী শিল্পীরা আছেন যারা আসবেন ফোবানা সম্মেলনে তাদের পরিবেশনা নিয়ে।

এদিকে ফোবানার নাম ব্যবহার করে কেউ যদি কোন অনুষ্ঠান করার চেষ্টা করে, তাদের সাথে কোন অর্থনৈতিক লেনদেন করতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান হয়েছে। এর দায়ভার ফোবানা কর্তৃপক্ষ বহন করবে না বলে সতর্ক করা হয়েছে।

এ ব্যাপারে যেকোন প্রশ্নের উত্তর জানার জন্য ফোন বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
আতিকুর রহমান, চেয়ারম্যান
এডহক কমিটি ২০২২
ফোন: ৯৫৪-৮১৮-২৯৭০,
ইমেইল: rahman355@yahoo.com

ড. রফিক খান এক্সিকিউটিভ সেক্রেটারি
ফোন: ২৮১-৪৬০-৯১০১
ইমেইল: fobanac@gmail.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলি, নিহত ৩
Next post প্রবাস থেকে শাকিবের আবেগঘন বার্তা
Close