Read Time:1 Minute, 33 Second

রাশিয়া বাংলাদেশকে কোনো বিপদে ফেলবে না বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

আব্দুল মোমেন বলেন, আমাদের প্রত্যাশা, রাশিয়া কোনো রকম অসুবিধায় ফেলবে না। আমাদের মাল আসবে, দেরি হলেও আসবে। তবে এটা প্রাইভেট কোম্পানি পাঠায়। সুতরাং এটা তাদের মাথাব্যথা। আমরা নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোনো জাহাজ এ মুহূর্তে গ্রহণ করতে রাজি না।

নাম পরিবর্তন করে রাশিয়ার জাহাজ পাঠানো অপ্রত্যাশিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রাশিয়াকে জানিয়েছি, নিষেধাজ্ঞায় থাকা জাহাজে মালামাল পাঠানো প্রত্যাশিত নয়। নিষেধাজ্ঞায় থাকা জাহাজে কোনো জিনিস আমরা চাই না। তাদের হাজার হাজার জাহাজ আছে, সেসব জাহাজ দিয়ে তারা এই মালপত্র পাঠাতে পারে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৬৯টি জাহাজের কোনোটি বাংলাদেশ ভিড়তে দেবে না বলে জানান তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এনবিআর চেয়ারম্যান: পৃথিবীজুড়েই ডলার সংকট, আতঙ্কের কারণ নেই
Next post ‘আ.লীগ ১৯৭৫ সা‌লেই গণতন্ত্রকে হত্যা ক‌রে‌ছে’
Close