Read Time:4 Minute, 41 Second

‘১৯৭৫ সা‌লের ২৫ জানুয়া‌রি তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা কা‌য়ে‌মের ল‌ক্ষে বাকশাল প্রতিষ্ঠা ক‌রে। আজ সেই কা‌লো দিন। বর্তমা‌নেও তারা একদলীয় শাসন ব্যবস্থা চালা‌চ্ছে। তারা দেশ‌কে ধ্বং‌সের শেষ প্রা‌ন্তে নি‌য়ে গে‌ছে। আওয়ামী লীগ যতই বলুক তারা গণতান্ত্রিক দল, মু‌ক্তিযু‌দ্ধের দল, আস‌লে এটা মিথ্যা। আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টি‌পে হত্যা ক‌রে‌ছে।’

বুধবার (২৫ জানুয়া‌রি) রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দ‌ক্ষিণ বিএন‌পি আ‌য়ো‌জিত ‘গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি’ অনুষ্ঠা‌নে বক্তারা এসব কথা ব‌লেন।

প্রধান অতিথির বক্ত‌ব্যে বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লেন, ১৯৭৫ সা‌লের ২৫ জানুয়া‌রি গণতন্ত্র হত্যা হ‌য়ে‌ছে। গণতা‌ন্ত্রিক রাষ্ট্রকাঠা‌মো তারা ভে‌ঙে ফে‌লে‌ছে। সেসময় সবাই বাকশা‌লের বি‌রোধিতা ক‌রে‌ছি‌লেন। কিন্তু দুঃঃ‌খের বিষয়, আ.লীগ ভিন্নমত সহ্য কর‌তে পা‌রে না।

আওয়ামী লী‌গের ইতিহাস সন্ত্রা‌সের ইতিহাস উল্লেখ ক‌রে মির্জা ফখরুল ব‌লেন, স্বাধীনতার ৫০ বছর পরও রাজপ‌থে দাঁড়ি‌য়ে ভো‌টের অধিকার, গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য আমা‌দের‌ আন্দোলন কর‌তে হ‌চ্ছে। এ সরকার সব ধ্বংস ক‌রে দি‌য়ে‌ছে। তাই তারা মানু‌ষের আন্দোলন‌কে ভয় পা‌চ্ছে।

বিএন‌পি মহাসচিব ব‌লেন, তারা ভিন্নমত ও ভিন্ন দ‌লের নেতাকর্মী‌দের ধ‌রে নি‌য়ে যা‌চ্ছে। মামলা দি‌চ্ছে, জে‌লে ভর‌ছে। আমরা অচি‌রেই আন্দোল‌নের মাধ্য‌মে সব নেতাকর্মী‌কে মুক্ত কর‌বো। দে‌শে গণতন্ত্রকে ফি‌রি‌য়ে আনার জন্য রাজপ‌থে আমা‌দের আন্দোলন চল‌ছে, চল‌বে। আন্দোলনের তোরে এ সরকার পালা‌নোর পথও খুঁজে পা‌বে না।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সমাবেশের জন্য পিকাপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয় ক্যার্পেট। ফলে, নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় দুপুর থে‌কেই। অন্যপাশের সড়কেও সমাবেশে আসা নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় যান চলাচল সীমিত হয়ে প‌ড়ে।

অপর‌দি‌কে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় সর্তক অবস্থান নিয়েছে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপা‌শি নয়াপল্টন থানার উল্টোপাশে চায়না টাউনের সামনে এবং কাকরাইল স্কাউট ভব‌নের সাম‌নে পু‌লি‌শের প্রিজন ভ্যান এবং জলকামান ‌দেখা গে‌ছে।

দুপুর আড়াইটার দিকে ওলামা দলের নেতা মাওলানা মুজিবুল হকের কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন- ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুস সালাম, আব্দুল আউয়াল মিন্টু, মির্জা আব্বাস, বেগম সে‌লিমা রহমান, আমান উল্লাহ আমান, আজিজুল বারী হেলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ইশরাক হো‌সেনসহ ‌বিএন‌পি ও এর অঙ্গ সংগঠ‌নের অন্যান্য নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চালনার দায়িত্বে ‌ছি‌লেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রাশিয়া বাংলাদেশকে বিপদে ফেলবে না: প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর
Next post বিএনপির আন্দোলন ভাটার দিকে যাচ্ছে : ওবায়দুল কাদের
Close