২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে পরিণত করতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে‌ছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অন্তোনিয়েত মোনসিও সাইয়েহ।

সোমবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠককালে এ আশ্বাস দেন তি‌নি।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

অন্তোনিয়েত মোনসিও সাইয়েহ বলেছেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আমি এই সম্পর্ক আরও জোরদার করতে এসেছি।

এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ বেল-আউটের জন্য কোনো ধরনের সহযোগিতা চায় না। বরং, পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে।’

Previous post নিউইয়র্কে রিজার্ভ চুরির মামলা পরিচালনায় বাধা নেই
Next post শিগগির র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র্রমন্ত্রীর
Close