Read Time:3 Minute, 2 Second

জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষা এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ বিষয়ে নিজের বক্তব্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের অবশ্যই জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখতে হবে। দ্বিরাষ্ট্রীয় সমাধানকে ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো উদ্যোগ এড়িয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধান ব্যবস্থা রক্ষা করা অপরিহার্য।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আরব গ্রুপের বর্ধিত ট্রোইকার স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যাভির গত সপ্তাহে পূর্ব জেরুজালেমের ফ্ল্যাশপয়েন্ট পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। ফিলিস্তিন এ ঘটনাকে উসকানি হিসেবে নিন্দা জানিয়েছে। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রাঙ্গণটি মুসলিম ও ইহুদি উভয়ের কাছেই পবিত্র।

জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তায় বসবাসের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। একই সময়ে, বসতি নির্মাণ, উচ্ছেদ, বাড়িঘর ধ্বংস শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যেই নয়, অন্যদের মধ্যেও বিশাল ক্ষোভ ও হতাশার সৃষ্টি করছে।

দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে এক প্রশ্নে গুতেরেস বলেন, আমি বিশ্বাস করি এর কোনো বিকল্প নেই। দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করা এমন কিছু যা চিরকালের জন্য মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করবে।

১৯৬৭ সালে ইসরায়েলের দখলে যাওয়া পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা। তবে ইসরায়েল বরাবরই জেরুজালেমকে নিজ দেশের রাজধানী হিসেবে দাবি করে আসছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রে ২০টির বেশি রাজ্যে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ
Next post চীনকে মোকাবেলায় জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করতে হবে : জাপানি প্রধানমন্ত্রী
Close