যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের সল্টলেক সিটির ২৪৫ মাইল দক্ষিণে অবস্থিত ছোট শহর ইনোচের একটি বাড়ি থেকে পাঁচ অপ্রাপ্তবয়স্ক শিশুসহ এক পরিবারের ৮ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার শহরটির কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
এক বিবৃতিতে শহরটির পুলিশ জানায়, ৮ হাজার লোকের ইনোচ শহরে সামাজিক তল্লাশি তৎপরতা কার্যক্রম চালাচ্ছিল পুলিশ। এসময় ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের লাশ খুঁজে পায়।
নিহত প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়।
ইনাক শহরের ব্যবস্থাপক রব ডটসন বলেন, দীর্ঘ সময় পরিবারটির কারও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পুলিশ এসে ঐ ৮ জনের মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, তাদের মৃত্যুর খবরে আমরা সবাই একটু আশ্চর্যই হয়েছি। কারণ এই পরিবারটি সবার পরিচিত ও কমিউনিটির মানুষের সাথে তাদের সুসম্পর্ক ছিল।
এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।
এই পাঁচ শিশু রাজ্যের আয়রন কাউন্টি স্কুল জেলার স্কুলে পড়াশোনা করতো। ইতিমধ্যে ঐ স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের কাছে পাঠানো এক চিঠিতে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে উটাহ রাজ্যের গভর্নর এক টুইটে লিখেন, এমন বুদ্ধিহীন সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাচ্ছি। ইনোকের মানুষের জন্য প্রার্থনাও করেন তিনি।
More Stories
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো...
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা...