জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করতে গেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

রবিবার দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসভবনে যান জি এম কাদের। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক (চুন্নু)।

জি এম কাদের বলেন, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সম্মতি জানিয়েছেন। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে।

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গত ২৭ নভেম্বর দেশে ফেরেন তিনি। দলে নিয়ন্ত্রণ নিয়ে রওশন ও জি এম কাদেরের বিরোধ দীর্ঘদিনের। ব্যাংককে থাকাকালে নিজের অনুসারীদের দিয়ে জাতীয় পার্টির সম্মেলনের ডাক দেন রওশন এরশাদ। ওদিকে রওশনকে সরিয়ে জি এম কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকারের কাছে আবেদন করা হয়।

Previous post স্বাধীনতাবিরোধীরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে তৎপর: প্রধানমন্ত্রী
Next post ইউক্রেন নিয়ে সমঝোতা করতে প্রস্তুত রাশিয়া: পুতিন
Close