Read Time:3 Minute, 56 Second

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এর অধিকারী ব্রিটিশ-বাংলাদেশি অলি খান। একই সঙ্গে তার মানবতা বিষয়ক কর্মকাণ্ডে ২০২০ সালে ইংল্যান্ডের রানীর জন্মদিনে এমবিই (ব্রিটিশ সাম্রাজ্যের সদস্য) খেতাব পেয়েছিলেন। রাজা তৃতীয় চার্লসের হাত থেকে এই উপাধি গ্রহণ করেন তিনি।

যুক্তরাজ্যে স্বনামধন্য এবং কমিউনিটিতে নিজ নামে পরিচিত এই বাঙালী সুরমা টেকওয়ে স্টিভেনেজে তার নেতৃত্বে সবচেয়ে বড় পেঁয়াজ ভাজি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠান তিনি। ওই পেঁয়াজ ভাজিটির ওজন ছিল প্রায় ১৭৬ কেজি। এ থেকে প্রাপ্ত অর্থ লন্ডনের ৩০০ গৃহহীন মানুষকে দিয়েছিলেন, ৫০০ জনেরও বেশি মানুষের খাওয়ানোর ব্যবস্থা করেন এবং ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টে দান করেন তিনি। এছাড়াও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি।

সিলেটের রাজনগর উপজেলায় জন্ম গ্রহণ করেন অলি খান। ছোট থাকতেই যুক্তরাজ্যে পাড়ি জমান। রন্ধন শিল্পে যাত্রা শুরু হয় বাবার হাত ধরেই।

কর্মজীবনের বিভিন্ন সময়ে বিসিএ (ব্রিটিশ কারি এসোসিয়েশন)-এর সিনিয়র সহ-সভাপতি ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যে বাংলাদেশি কারি ইন্ড্রাস্ট্রির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন-এর সাথে তিনি লন্ডনের আঞ্চলিক সভাপতি এবং ইউকেবিসিআই-এর পরিচালকের পদও অধিষ্ঠিত করেছেন। এর আগে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে-এর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ গার্ডেনার্স সোসাইটি ইউকে-এর উপদেষ্টা হিসেবেও আছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কারি উৎসবে অংশগ্রহণের কারণে বিভিন্ন মিডিয়া আউটলেট দ্বারা তাকে ‘কারি কিং’ নাম দেওয়া হয়েছে।

বাংলাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এককালীন অনুদান প্রদান, বাংলাদেশে বন্যা দুর্গতদের ত্রান বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ, দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের জন্য উৎসাহ মূলক বিশেষ বৃত্তি, আর্থিক অনুদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, কোভিড সময়ে বিপর্যস্ত বিভিন্ন অসহায় পরিবারের পাশে বাংলাদেশে বরাবরই তিনি এগিয়ে এসেছেন অলি খান।

অলি খান বলেন, ‘দূর প্রবাসে থেকেও, জন্মভূমি ও দেশের মানুষের জন্য যাদের হৃদয় কাঁদে, অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে যাদের বিবেক জাগ্রত, তাঁরাই প্রকৃত মানবতাবাদী ও দেশপ্রেমিক। মানুষের ভালোবাসাই এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ২ সৌদি নারীর মৃত্যুর জন্য বাংলাদেশি ও ভারতীয়কে ১ লাখ ডলার জরিমানা
Next post গুগলে ডাক পেলেন সুনামগঞ্জের লিমন
Close