যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের সাথে অভিবাসী সপ্তাহ ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উদযাপন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।
জাপানে বাংলাদেশি কর্মীদের সংখ্যা এবং জাপান থেকে বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ বৃদ্ধির লক্ষ্যে ১৩-১৯ ডিসেম্বর ২০২২ সপ্তাহব্যাপী বিশেষ নেটওয়ার্কিং কর্মসূচি পালন করা হয়।
১৮ ডিসেম্বর অভিবাসী দিবসের নির্ধারিত কর্মসূচি পালনের পাশাপাশি সপ্তাহব্যাপী বিশেষ নেটওয়ার্কিং কর্মসূচির অংশ হিসেবে কর্মী প্রেরণকারী সংস্থাসমূহের প্রতিনিধি, রেমিট্যান্স হাউজের মালিক ও প্রতিনিধি, স্টুডেন্ট ভিসায় জাপানে কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, জাপানে কর্মরত টেকনিক্যাল ইন্টার্ন, স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ও স্টুডেন্ট ভিসায় আগত খণ্ডকালীন কাজে নিয়োজিত কর্মী ও কর্মী নিয়োগকারী জাপানিজ সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক এবং জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও টোকিওস্থ অন্যান্য দেশের দূতাবাসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়।
১৮ ডিসেম্বর টোকিওস্থ বাংলাদেশের দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী প্রেরণ ও কর্মী নিয়োগ এবং রেমিট্যান্স প্রেরণের সাথে সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতিনিধি, জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা, সিআইপি সম্মাননা প্রত্যাশী জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও চাকরিজীবী এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অভিবাসী দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীন দেওয়া বাণী পাঠ করা হয়।
এরপর জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্যে বলেন, সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে এবং বিশ্বের ১৭৪টি দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ বাংলাদেশি সুনামের সাথে কাজ করছে।
তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার অক্ষুন্ন রাখা, বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় এ বছর বাংলাদেশ সরকার কর্তৃক দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘থাকব ভালো, রাখব ভালো দেশ; বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’।
রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং জাপান প্রবাসী বাংলাদেশিসহ সব অভিবাসীকে দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে আরও বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, অভিবাসী দিবসকে সামনে রেখে এ বছর সিআইপি (অনাবাসী বাংলাদেশি) ২০২০ হিসেবে ৬৭ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে যার মধ্যে ৩ জন জাপান প্রবাসী রয়েছেন। আমরা আশা করি, ভবিষ্যতে এ ক্ষেত্রে জাপান প্রবাসীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। অতঃপর, তিনি বলেন করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাংলাদেশসহ পৃথিবীর সব দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি জাপানের ক্রমবর্ধমান বিদেশি শ্রমিকের চাহিদাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে বেশি বেশি কর্মী এনে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনৈতিক দৃঢতা নিশ্চিত করার জন্য সভায় অংশগ্রহণকারীসহ জাপান প্রবাসী বাংলাদেশিদের নিকট উদাত্ত আহ্বান জানান।
অভিবাসী দিবস এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব ও তাৎপর্য, অভিবাসীদের জন্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং জাপানে বাংলাদেশের জনশক্তি নিয়োগের বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জয়নাল আবেদিন।
More Stories
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...