চীনে প্রবাসীদের উদ্যোগে বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছেন চীনের সেনজেন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দিবসটি উপলক্ষে মাসব্যাপী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আয়োজন করা হয়।
স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে মিং ইউয়ান চাইনিজ রেস্টুরেন্টর হল রুমে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বাঙালিদের এ মিলনমেলা যেন চীনের বুকে এক ক্ষুদ্র বাংলাদেশে পরিণত হয়।
মো. আরাফাত হোসেন এবং মো. নাজমুল হাছানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইরফানুর রব জিন্নাহ, সহ-সভাপতি মো. ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক মো. জাবেদ জাহাঙ্গীর, উপদেষ্টা এইচ. এম. এ. হক বাপ্পা এবং রফিক ইকবাল সায়েমসহ অনেকেই।
অনুষ্ঠানে ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে প্রাইজমানি বিতরণ এবং অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে নব গঠিত সেনজেন বাংলাদেশ কমিউনিটি ইন চায়না ২০২২-২০২৪ মেয়াদের কমিটিকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সেনজেন বাংলাদেশ কমিউনিটি ইন চায়নার কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম ও স্বাধীন মামুন, সহ-কোষাধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ মিশু, সাংগঠনিক সম্পাদক সামসুজ্জোহা সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসেন টনি, ধর্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক রিয়াজ হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক রিফাত হোসেন ও সায়মন, সাংস্কৃতিক সম্পাদক মো. তারেকুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক লিংকন পণ্ডিতসহ শতাধিক বাঙালি।
More Stories
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...