কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চমক দেখাতে পারল না মরক্কো। দারুণ খেলেও ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছে দলটি। গত বিশ্বকাপে রানার্সআপ ক্রোয়াটরা এবার হলো তৃতীয়। চমক দেখিয়ে সেমিতে ওঠে আসা মরক্কোর সান্ত্বনা চতুর্থ স্থান।
গ্রুপ পর্বের ম্যাচে এই ক্রোয়েশিয়াকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে অবিশ্বাস্য যাত্রা শুরু করেছিল মরক্কো। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই ক্রোয়াটদের কাছে হারতে হলো আশরাফ-হাকিমিদের।
শনিবার কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মরক্কো-ক্রোয়েশিয়ার লড়াই ছিল বেশ আগুনে। শুরু থেকেই দুই দল ছিল আক্রমণাত্মক। তবে একটু বেশি ছিল ক্রোয়েশিয়া। ফলে ম্যাচের সাত মিনিটেই লিড নেয় গত বিশ্বকাপের রানার্সআপ দলটি। গোলটিও দারুণ। বক্সের বাইরে থেকে নেওয়া লুকা মদ্রিচের ফ্রি কিক হেডে গোলমুখে ক্রস করেন ইভান পেরিসিচ। চলতি বলে গাভার্দিয়লের হেড, বল মরক্কোর জালে। কিছুই করার ছিল না ইয়াসিন বুনোর।
পাল্টা আঘাত দিতে অবশ্য দেরি করেনি মরক্কোও। দুই মিনিট পরই ম্যাচে ফেরে আফ্রিকান দেশটি। ঠিক যেন ম্যাচের প্রথম গোলের রেপ্লিকা এটি। হাকিম জিয়েচ ফ্রি কিক নিয়েছিলেন। ক্লিয়ার করতে গিয়ে পিছন দিকে হেড দেন মায়ের। সেই চলতি বলে আশরাফ দারির হেড, গোল (১-১)।
২৮ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মরক্কো। জিয়াশের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ভালো একটি আক্রমণ করে আশরাফ হাকিমি। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ছয় গজ বক্সে বল বাড়ান পিএসজি ডিফেন্ডার; কিন্তু একটু বেশি এগিয়ে ছিলেন ইউসেফ এন-নেসিরি। বলের সঙ্গে সংযোগ ঘটাতে পারেননি।
প্রায় টানা ১৫ মিনিট মরক্কো ছিল খুনে মেজাজে। সুযোগ তৈরি করে কয়েকটি গোলের। কিন্তু মেলেনি গোল। উল্টো ৪২ মিনিটে ২-১ এ লিড নেয় ক্রোয়েশিয়া।
ডি-বক্সের মুখে মরক্কো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সতীর্থের পা ঘুরে বক্সের ডান দিকে বল পেয়ে যান অরসিচ। প্রথম ছোঁয়ায় নেন কোনাকুনি শট, বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জড়ায় জালে। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ক্রোয়েশিয়া।
দ্বিতীয়ার্ধের লড়াই ছিল বেশ রোমাঞ্চে ভরপুর। বেশি আক্রমণ করেছে মরক্কো। কিন্তু ফিনিশারের অভাবে গোলের দেখা পায়নি আফ্রিকান দেশটি। আর্জেন্টিনার কাছে সেমিতে হারলেও মরক্কোকে হারিয়ে তৃতীয় হওয়ার আনন্দে মাতে মদ্রিচরা।
More Stories
সাংবাদিকদের বাবা-মা নিয়ে কটাক্ষ, ক্ষমা চাইলেন সালাহউদ্দিন
সাংবাদিকদের হেয় করে কথা বলে ফের সমালোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। মঙ্গলবার বাফুফে ভবনে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির...
‘আরাভ খান’ মূলত সোহাগ মোল্লা, দেশে আসামি দুবাইয়ে ব্যবসায়ী
ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের ধবল ধোলাই করে দুবাইয়ের পথে দেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান। সেখানে একটি জুয়েলারি দোকান উদ্বোধনে থাকবেন...
ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করলো টাইগাররা
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। টি-২০ ফরম্যাটে তার কঠিন প্রতিশোধ নিল লাল-সবুজের প্রতিনিধিরা। টি-২০...
বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়া সিরিজ টাইগারদের
মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিলেন বোলাররা। সেই মঞ্চে দাঁড়িয়েই ইতিহাস গড়লেন টাইগার ব্যাটাররা। আগের ম্যাচের নায়ক শান্ত এই ম্যাচেও মাঠ ছেড়েছেন...
ইংল্যান্ড ও বাংলাদেশ দলকে সংবর্ধনা দিলো ব্রিটিশ হাইকমিশন
ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অংশ নিতে ঢাকায় আসা ইংল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ...
স্বর্ণ জিতে ইসিহাস গড়লেন বাংলাদেশের ইমরানুর
এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান স্বর্ণ জিতেছেন। এশিয়ার মঞ্চে বাংলাদেশের অ্যাথলেটিকসে এটি সবচেয়ে বড় সাফল্য। আজ শনিবার...