বাংলাদেশের অবিস্মরণীয় গৌরবময় দিন ১৬ ডিসেম্বর ও বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (ভিএঅস) সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় সিডনির প্যারামেটায় মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করে।

সংগঠনের প্রেসিডেন্ট ড. মাহবুবা খানম মুক্তা, জেনারাল সেক্রেটারি ড. সুরঞ্জনা জেনিফার রহমান, ট্রেজারার তাসরিনা নাহিদ তন্বী এই উপলক্ষে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে থেকেও ভিএঅসের সদস্যরা অন্তরে ধারণ করেন বাংলাদেশ। সংগঠনের পাবলিকেশন্স সেক্রেটারি সাকিনা আক্তার এই তথ্য জানিয়েছেন।

Previous post কুয়েতে বিজয় দিবস উদযাপন
Next post দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছিল জিয়া : প্রধানমন্ত্রী
Close