Read Time:2 Minute, 30 Second

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীদের দ্বারা সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাঙালিরা।

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রবাসী মুক্তিযোদ্ধাদের বিরল সম্মাননা জানানোর মধ্য দিয়ে এ আহ্বান জানানো হয়।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের বাতাসে লাশের গন্ধ, গণহত্যা, সাধারণ মানুষদের ওপর চালানো বর্বর অন্যায়-নির্যাতন, আগুনে পুড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়া গ্রামের পর গ্রাম, শ্রীলতাহানি, নিরীহদের ওপর চালানো বেয়নেটের আঘাত, প্রতিবেশীদের চিৎকার-আর্তনাদসহ বিভিন্ন লোমহর্ষক ঘটনার বর্ণনা দেওয়ার সময় অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

বিদেশের মাটিতে প্রবাসীরা ক্ষণিকের জন্য হলেও ফিরে গিয়েছিলেন একাত্তরের সেই রণাঙ্গনে। এছাড়াও অনাড়ম্বর এ অনুষ্ঠানে প্রবাসী মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময়ে চরমপত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বঙ্গবন্ধুর ফিরে আসার অপেক্ষায় কিভাবে শক্তি সঞ্চার করে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা করেন।

বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না মুক্তিযুদ্ধের ইতিহাস। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে মুক্তিযুদ্ধের গৌরব ও সত্তাকে তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এছাড়াও এতে আলোচনা সভা, সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিএনপি অফিসে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ চালানো হয়েছে : গণতন্ত্র মঞ্চ
Next post ইতালিতে কয়েক দিনের ব্যবধানে ৭ বাংলাদেশির মৃত্যু
Close