Read Time:2 Minute, 6 Second

ফুটবল বিশ্বকাপ ঘিরে সারা বিশ্বের নজর এখন কাতারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের কৃষ্টি-কালচারকে তুলে ধরতে চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে বাংলাদেশ ডে নামে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান করেছে কাতারে বাংলাদেশ দূতাবাস।

বিশ্বকাপকে কেন্দ্র করে এডুকেশন সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ডে। প্রথম দিনে দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়। মূলত বাংলাদেশে কৃষ্টি কালচার, সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই আয়োজন। নকশী কাঁথা, জামদানি, পিঠে পুলিসহ ঘরের তৈরি বিভিন্ন খাবার তুলে ধরেন নারী উদ্যোক্তারা।

দূতাবাসের লেবার মিনিস্টার ড.মুস্তাফিজুর রহমান বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশি বিভিন্ন কর্মীর সুযোগ হয়েছে এই দেশটিতে। সামনে দিনে তাদের জন্য সুযোগের পরিধি আরও প্রসারিত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের দূতাবাস।
প্রবাসীদের মিলনমেলার পাশাপাশি বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও চিরন্তন বাউল সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাড়তি আনন্দ ছিল অন্যতম আকর্ষণ। বিভিন্ন পর্যটকদের পাশাপাশি এই আয়োজন সফল করতে বাংলাদেশ দূতাবাস, কমিউনিটি ও নারী উদ্যোক্তাদের সংগঠন অনন্যার অংশগ্রহণ ছিল অন্যতম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অস্ট্রেলিয়ার সংসদে শেখ হাসিনা সরকারের প্রশংসা
Next post সরকারের পতন অনিবার্য: ফখরুল
Close