ইরান ও চীন দূতাবাসের যৌথ উদ্যোগে নাইজেরিয়ার রাজধানী আবুজাস্থ চীনা সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ৪র্থ এশিয়া চলচ্চিত্র উৎসবে শতাধিক দর্শকের উপস্থিতিতে ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রদর্শিত হয়। গতকাল বুধবার আবুজাস্থ বাংলাদেশ হাইকমিশন এই ডকুড্রামাটি প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীতে কূটনীতিবিদ, চলচ্চিত্র বক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী ও নাইজেরিয়ায় বসবাসরত বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর শুরুতে নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাসুদুর রহমান উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন, সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
তিনি বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিয়োগান্তক হত্যাকাণ্ডের পটভূমিকায় নির্মিত এই প্রামাণ্য চলচ্চিত্রটি বাংলাদেশসহ প্রবাসেও দর্শকদের মনে দাগ কেটেছে।
প্রদশর্নীর অনুষ্ঠানে নাইজেরিয়ার ন্যাশনাল কাউন্সিল ফর আর্টস অ্যান্ড কালচার (এনসিএসি) এর মহাপরিচালক ওতুমবা ওলেছেগুন রানেসিউ বলেন, ‘নাইজেরিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক যথেষ্ট মিল রয়েছে। সাংস্কৃতিক উন্নয়নসহ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করতে দু’দেশের একত্রে কাজ করার বিকল্প নেই।’
তিনি চলচ্চিত্রটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
প্রদর্শনীর শেষে উপস্থিত সকলে ডকুড্রামাটির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘটে যাওয়া হৃদয়স্পর্শী ঘটনা তাদের হৃদয়কে ভারাক্রান্ত করেছে এবং প্রধানমন্ত্রীর বাস্তব ঘটনাগুলো তাদের মনকে নাড়া দিয়েছে।
More Stories
ভালোবাসার দিন
ভালোবাসা এমন এক চেতনা, যা জীবনের প্রতিটি দিনে, প্রতিক্ষণে অনুভূত ও উদযাপিত হওয়া উচিত। তবু আমাদের কাছে একটি দিন ভ্যালেন্টাইনস...
শিল্পকলায় বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের কর্মশালা ভিত্তিক প্রোযোজনা ও জার্নাল প্রকাশিত
মূকাভিনয় হচ্ছে একটি শক্তিশালি শিল্প মাধ্যম। যা কথা না বলেও সবাইকে মনের কথা বলে দেয়। বাংলাদেশেও এর চর্চা বহুদিনের। তবে...
ঢাকায় শুরু হচ্ছে কাজী মশহুরুল হুদার মূকাভিনয় কর্মশালা
মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্বাবধানে ঢাকায় বাঙলা মূকাভিনয়ের প্রযোজনা কেন্দ্রিক কর্মশালা শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। ১২...
মিস ইউনিভার্স হলেন মার্কিন সুন্দরী গ্যাব্রিয়েল
এবারের মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মার্কিন সুন্দরী আরবনি গ্যাব্রিয়েল। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে মডেলিংয়ের সঙ্গে জড়িত। মিস ইউনিভার্সের ৭১তম আসরে বিশ্বের...
খুলনা বিভাগীয় বাঙলা মূকাভিনয় কর্মশালা সম্পন্ন
বাংলাদেশের মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের লক্ষ্যে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে তিন দিনব্যাপী "বাঙলা মূকাভিনয় কর্মশালা" সফলভাবে সম্পন্ন হয়েছে জেলা শিল্পকলা...
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ মারা গেছেন
একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে...