Read Time:2 Minute, 40 Second

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) রাতে হ্যামট্রামিক শহরের কাবাব হাউজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিশিগান স্টেট বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দীর্ঘ ছয় বছরের শাসনামলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক-স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী এবং জাতিকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।

বক্তারা আরও বলেন, আজ দেশে কোনো গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করেছে। এ থেকে উত্তরণের জন্য দেশ-বিদেশের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। ৭ নভেম্বরের চেতনায় সবাইকে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে এ অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।

সভায় বক্তব্যে রাখেন মিশিগান বিএনপির উপদেষ্টা ইউসূফ কামাল, রাজু আহমদ তালুকদার, তারেক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন, সাইফুল ইসলাম মানিক, অ্যাডভোকেট সামসুজ্জামান বাবলু, ময়নুল হক, ওয়াসিমুজ্জামান রনি, মঞ্জুরুল করিম তুহিন, মোস্তাক আহমেদ, মেহেদী হাসান, পারভেজ আহমদ, রেজাউল হাসান, কামাল হোসেন লিলু, মোশারফ হোসেন চৌধুরী লিটু ও কাজী এবাদ। কোরআন তিলাওয়াত করেন দেওয়ান আবু হুরায়রা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ পেলেই ব্যবস্থা
Next post সিনিয়র সচিব পদে আরও ২ বছর থাকছেন মাসুদ বিন মোমেন
Close