Read Time:2 Minute, 52 Second

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির গণসমাবেশ দেখে ভয় পেয়েছে আওয়ামী লীগ সরকার। তাই তো বিএনপির সমাবেশগুলো রুখতে মরিয়া হয়ে উঠেছে।
এই সরকার এতই ভয় পেয়েছে যে, তাদের শেষ অস্ত্র মোবাইল-ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। যাতে, সমাবেশস্থলে বিভিন্ন মিডিয়াকর্মীসহ সোশ্যাল মিডিয়ায় যারা লাইভ বা কাজ করেন তাদের বিঘ্ন ঘটে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরের এম এ আজিজ ইনস্টিটিউট মাঠে বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি একথা বলেন।
মির্জা আব্বাস বলেন, গত তিনদিন ধরে বিএনপির নেতাকর্মীরা ফরিদপুরে আসছেন। এ মাঠেই তারা নাওয়া-খাওয়া ও ঘুমিয়েছে। এটাই বিএনপিকে ভালোবাসার প্রমাণ।
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে এসময় বিএনপির এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপির অপর ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তারেক দেশে আসলে গণপিটুনির শিকার হবেন: শেখ সেলিম
Next post সরকার রিজার্ভ থেকে এক পয়সাও নষ্ট করে না: প্রধানমন্ত্রী
Close