ইলেকট্রনিক্স ভোটিং মেশিন তথা ইভিএমকে ভেল্কিবাজির মেশিন বলে আখ্যায়িত করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। বলেন, ‘এই ভেল্কিবাজির মেশিন ব্যবহার করে বর্তমান সরকার আবারো একটি পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চায়।’
শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুর।
তিনি বলেন, জনগণ বুঝে গেছে এই ইভিএম ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। ইভিএম এবং এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানান নুরুল হক নুর।
নির্বাচন কমিশনকে বর্তমান প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগের টিস্যু উল্লেখ করে নুর বলেন, এই কমিশন প্রধানমন্ত্রী যা বলেন তাই করে। এই প্রধান নির্বাচন কমিশনার দ্বারা কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নুর বলেন, দুর্নীতি আর লুটপাট করে এই সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ এখন দেওলিয়ার পথে।
প্রশাসনের প্রতিটি স্তরে দলীয়করণ করে প্রশাসন যন্ত্র ভেঙে দিয়েছে এই সরকার। প্রশাসনের লোকজন নিজেদেরকে জমিদার মনে করেন। একেকটি জেলার এসপি-ডিসিরা নিজেদেরকে স্থানীয় জমিদার ভাবেন। তাদের কাছ থেকে সাধারণ মানুষ কোনো ধরনের সেবা পান না। এমনকি সাধারণ মানুষজন তাদের কাছেই যেতে পারেন না। প্রশাসন আর আওয়ামী লীগের নেতারা মিলে ভাগবাটোয়ারা করে নিচ্ছেন হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প।
তিনি জঙ্গিবাদের কথা উল্লেখ করে বলেন, এই সরকার জঙ্গিবাদের নাম দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি করছে। জঙ্গিবাদের তকমা দিয়ে আলেম উলামাদের ওপর নির্যাতন করছে।
তিনি আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা উল্লেখ করে বলেন, এই ফ্যাসিস্ট সরকার দেশকে আওয়ামী জাহিলিয়াতের দেশে পরিণত করেছে। এই দেশে এখন আর গণতন্ত্র নেই। সবই পরিবারতন্ত্রে পরিণত হয়েছে।
সাবেক এই ভিপি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার প্রধান হয়েও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হুমকি দিয়ে বলেন বেশি বাড়াবাড়ি করলে আবারো জেলে পাঠিয়ে দেবো। একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসী এমন বক্তব্য কখনোই আসা করেনি।
বিরোধী দলীয় নেতাকর্মীদের কথা উল্লেখ করে ভিপি নুর বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক লোক গুম খুনের শিকার হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
এই সরকারের আমলে বাংলাদেশে বিরোধীদলের নেতাকর্মীরা নিজ দেশে রোহিঙ্গাদের মতো বসবাস করছেন। রাজনৈতিক সভা-সমাবেশ আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত অধিকার। কিন্তু সরকার বিরোধী দলগুলোকে ভয়ভীতি দেখিয়ে সভা-সমাবেশ করতে দিচ্ছে না পথে পথে বাধা দিচ্ছে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ যখন রাস্তায় নেমে এসেছে তখন বিরোধী দলের সভা সমাবেশ নিয়ে ইত্রামি করছে সরকার। নিজেরা ঠিকই সভা সমাবেশ করছে আর অন্যদের সভা সমাবেশে বাধাগ্রস্ত করছে পুলিশ দিয়ে।
তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার কথা উল্লেখ বলেন, শেখ হাসিনা অন্যান্য হত্যাকান্ডের বিচার করলেও গত ১৩ বছরে দেশের সাবেক সফল অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার করনেনি। আমরা ক্ষমতায় আসলে কিবরিয়াসহ সব হত্যাকাণ্ডের বিচার করা হবে।
শনিবার দুপুরে জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুর বারী নোমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হোসেন জীবন এ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ব্যারিস্টার জিসান মহসিন, নাজমুস সাকিব, সরকার নুর এ এরশাদ, শহিদুল ফাহিম, সোহরাব হোসেন, ডা. আজাদ আলী সুমন, আব্দুল্লাহ আল মামুন, শাহাব উদ্দিন শুভসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
More Stories
দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না : সাখাওয়াত হোসেন
দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না, তা নির্বাচন কমিশনই বলতে পারবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার...
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক...
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত...
‘আমি ভালো আর সব খারাপ’— আওয়ামী আমলের এই প্রচার এখনো চলছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ভালো আর সব খারাপ। এ রকম একটি বিষয় আমরা দেখেছি ১৬ বছর ধরে।...
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
