স্পেনের মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর ২০২২-২৩ বছরের জন্য নির্বাচিত কমিটির অভিষেক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৩০ অক্টোবর) সংগঠনের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব দুলাল সাফার পরিচালনায় অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
ধর্ম বিষয়ক সম্পাদক জহির উদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বচন কমিশনের সদস্য রমিজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ‘একুশে পদক’ প্রাপ্ত স্পেনপ্রবাসী চিত্রশিল্পী মনিরুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসে নিয়োজিত মিশন উপ প্রধান ও মিনিস্টার আব্দুর রউফ মন্ডল, কাউন্সেলর (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলাম, কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি লালনে এবং প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নে নব নির্বাচিত বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন। সমাগত প্রবাসী বাংলাদেশিদের বৈধ পন্থায় রেমিটেন্স প্রেরণেরও অনুরোধ জানান তিনি। প্রবাসী বাংলাদেশিদের যেকোন সমস্যায় বাংলাদেশ দূতাবাস সহযোগিতা প্রদান করবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
অভিষিক্ত কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সভাপতি আল মামুন, সিনিয়র সহ সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, আব্দুল কাইয়ূম সেলিম, মাহবুবুর রহমান ঝন্টু, মো. কালাম সেলিম, ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহি, কমিউনিটি নেতা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, জাকির হোসেন, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে কমিউনিটির ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন একরামুজ্জামান কিরণ, রাসেল দেওয়ান, সোহেল আহমদ সামছু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সদস্য শিপন আহমদ, আবুল হাসেম মেম্বার প্রমূখ।
অভিষিক্ত কমিটির সভাপতি আল মামুন, সিনিয়র সহ সভাপতি মো. শাহ আলম, সহ সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, সহ সাধারন সম্পাদক আবু জাফর রাসেল, সহ সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিব আলী মুন্না শাওন, সহ কোষাধ্যক্ষ নাজমুল করিম পাটোয়ারী পিয়াস, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, প্রচার ও দপ্তর সম্পাদক আবুল কালাম সরকার, সহ প্রচার ও দপ্তর আব্দুল মালিক এমদাদ, শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম সম্পাদক মো. জহির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সুমন হাওলাদার, সহ ক্রীড়া সম্পাদক কামিল আহমদ সুবেল, মহিলা ও সমাজকল্যাণ সম্পাদিকা জোসনা বেগম, সহ মহিলা ও সমাজকল্যাণ সম্পাদিকা রুমী খালেদা, কার্যকরী সদস্য আবুল হোসেন, আহমদ আসাদুর রহমান সাদ, নূর মোহাম্মদ সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রিকেট, ফুটবল ও ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
More Stories
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...