Read Time:2 Minute, 14 Second

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে জার্মান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

সম্মেলনের প্রথম অধিবেশনে বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আ.স.ম রেজাউল করিম। এছাড়া, সশরীরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান, ইটালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল হাসান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, গ্রিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আলামিন।

এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মিশিগানে বাংলাদেশি-আমেরিকান ককাসের নির্বাচনী সমাবেশ
Next post সত্যিকার মুক্তির জন্য লড়াই করেছিলেন বঙ্গবন্ধু: ইমরান খান
Close