ফোবানা ইসি মিটিং এ চেয়ারপার্সন আতিকুর রহমান আতিক ইউথ চ্যাপ্টারের কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। গত ৩০ অক্টোবর ২০২২ এক জুম মিটিং অনুষ্ঠিত হয়। ইসি মেম্বাররা এ জুম মিটিং এ অংশগ্রহণ করেন।
মিটিং পরিচালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারী ড. রফিক খান।
ইসি মিটিং এর সভাপতি চেয়ারম্যান আতিকুর রহমান স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে, দুবাইতে অনুষ্ঠিতব্য আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৩ এ ৩দিন ব্যাপি ইয়াং প্রফেসনাল নেটওয়ার্ক (ওয়াইপিএন) আয়োজিত আন্তর্জাতিক কনভেনশনে ফোবানা ইউথ চ্যাপ্টার এক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এবং ফোবানা ইউথ চ্যাপ্টার বিরিংগিং দ্যা গ্লোব, নিউ ফিউচার ফাউন্ডেশন টু দ্যা ইউনাইটেড ন্যাশনস্ এর ইউথ প্রতিনিধি হিসেবে যোগদান করেছে। ‘বিরিংগিং দ্যা গ্লোব’ হচ্ছে একটি সংস্থা যা শেখার নেতৃত্বে দক্ষতা-নির্মাণের উদ্যোগে, শিক্ষার্থীদের পক্ষে এডভোকেসি এবং কমিউনিটি সার্ভিসের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ দেয়। ‘বিরিংগিং দ্যা গ্লোব’ এর মাধ্যমে সাইবার হয়রানী থামানোর ক্রিয়াকলাপের কোর্স চালায়।
চেয়ারপার্সন আমাদের সংবাদদাতাকে জানান, বিরিংগিং দ্যা গ্লোব সংস্থার মাধ্যমে আমাদের ইউথ তথা কমিউনিটির যুব সমাজ আরও একটি ধাপে পৌঁছাবে।
এছাড়া চেয়ারপার্সন জানানা, বাংলাদেশের সাথে আরও দুটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে। তিনি বলেন, সরাসরি বাংলাদেশের সাথে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের মাঝে সেতুবন্ধন সৃষ্টির জন্য প্রতিটি ডিস্ট্রিকে গঠিত হবে ফোবানা ফ্রেন্ডশীপ চ্যাপ্টার। প্রাথমিকভাবে চট্টগ্রামে ডিট্রিকের সাথে কথাবার্তা চলছে।
তিনি আরও উল্লেখ করে বলেন, বাংলাদেশে মানব সেবায় নিয়োজিত ‘পারি’ সংগঠন ফোবানার সাথে যৌথ উদ্যোগে দেশের পথ শিশুদের পুর্নবাসনের জন্য একযোগে কাজ করার আবেদন পেয়েছেন।
ইসি মিটিং এ ফোবানা সেন্টারের কোষাধক্ষ্য তুষার ৩৬তম ফোবানাকে ঘিরে সেন্ট্রাল কমিটির আয়-ব্যায়ের বাজেট পেশ করেন এবং ৩৬তম ফোবানার হোস্ট কমিটির প্রেসিডেন্ট জাহিদ হোসেন পিন্টু কনভেনশনের বাজেট পেশ করেন। কনভেনর আবুল ইব্রাহিম সবাইকে ফোবানা লস এঞ্জেলেসে সহযোগিতা করা জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইসি মিটিং এ ৩৭তম ফোবানার কনভেনর দেওয়ান মনিরুজ্জামান মন্ট্রিয়ল ফোবানার আপডেট দিলে প্রাক্তন চেয়ারপার্সন বেদারুল ইসলাম বাবলা ও জাকারিয়া চৌধুরী সাফল্য কামনা করেন। এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
More Stories
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...