ফোবানা ইসি মিটিং এ চেয়ারপার্সন আতিকুর রহমান আতিক ইউথ চ্যাপ্টারের কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। গত ৩০ অক্টোবর ২০২২ এক জুম মিটিং অনুষ্ঠিত হয়। ইসি মেম্বাররা এ জুম মিটিং এ অংশগ্রহণ করেন।
মিটিং পরিচালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারী ড. রফিক খান।
ইসি মিটিং এর সভাপতি চেয়ারম্যান আতিকুর রহমান স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে, দুবাইতে অনুষ্ঠিতব্য আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৩ এ ৩দিন ব্যাপি ইয়াং প্রফেসনাল নেটওয়ার্ক (ওয়াইপিএন) আয়োজিত আন্তর্জাতিক কনভেনশনে ফোবানা ইউথ চ্যাপ্টার এক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এবং ফোবানা ইউথ চ্যাপ্টার বিরিংগিং দ্যা গ্লোব, নিউ ফিউচার ফাউন্ডেশন টু দ্যা ইউনাইটেড ন্যাশনস্ এর ইউথ প্রতিনিধি হিসেবে যোগদান করেছে। ‘বিরিংগিং দ্যা গ্লোব’ হচ্ছে একটি সংস্থা যা শেখার নেতৃত্বে দক্ষতা-নির্মাণের উদ্যোগে, শিক্ষার্থীদের পক্ষে এডভোকেসি এবং কমিউনিটি সার্ভিসের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ দেয়। ‘বিরিংগিং দ্যা গ্লোব’ এর মাধ্যমে সাইবার হয়রানী থামানোর ক্রিয়াকলাপের কোর্স চালায়।
চেয়ারপার্সন আমাদের সংবাদদাতাকে জানান, বিরিংগিং দ্যা গ্লোব সংস্থার মাধ্যমে আমাদের ইউথ তথা কমিউনিটির যুব সমাজ আরও একটি ধাপে পৌঁছাবে।
এছাড়া চেয়ারপার্সন জানানা, বাংলাদেশের সাথে আরও দুটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে। তিনি বলেন, সরাসরি বাংলাদেশের সাথে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের মাঝে সেতুবন্ধন সৃষ্টির জন্য প্রতিটি ডিস্ট্রিকে গঠিত হবে ফোবানা ফ্রেন্ডশীপ চ্যাপ্টার। প্রাথমিকভাবে চট্টগ্রামে ডিট্রিকের সাথে কথাবার্তা চলছে।
তিনি আরও উল্লেখ করে বলেন, বাংলাদেশে মানব সেবায় নিয়োজিত ‘পারি’ সংগঠন ফোবানার সাথে যৌথ উদ্যোগে দেশের পথ শিশুদের পুর্নবাসনের জন্য একযোগে কাজ করার আবেদন পেয়েছেন।
ইসি মিটিং এ ফোবানা সেন্টারের কোষাধক্ষ্য তুষার ৩৬তম ফোবানাকে ঘিরে সেন্ট্রাল কমিটির আয়-ব্যায়ের বাজেট পেশ করেন এবং ৩৬তম ফোবানার হোস্ট কমিটির প্রেসিডেন্ট জাহিদ হোসেন পিন্টু কনভেনশনের বাজেট পেশ করেন। কনভেনর আবুল ইব্রাহিম সবাইকে ফোবানা লস এঞ্জেলেসে সহযোগিতা করা জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইসি মিটিং এ ৩৭তম ফোবানার কনভেনর দেওয়ান মনিরুজ্জামান মন্ট্রিয়ল ফোবানার আপডেট দিলে প্রাক্তন চেয়ারপার্সন বেদারুল ইসলাম বাবলা ও জাকারিয়া চৌধুরী সাফল্য কামনা করেন। এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
More Stories
লস এঞ্জেলেসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলস্থ বাংলাদেশ কন্স্যুলেট’র কন্সাল জেনারেল যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...
আরাভ গ্রেপ্তারের বিষয়ে কিছু জানি না: রাষ্ট্রদূত
ইন্টারপোলের রেড নোটিস জারির পরদিন বিশেষ শাখার পুলিশের এক পরিদর্শককে হত্যা মামলার আসামি রবিউল ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ গ্রেপ্তার...
কুয়েতে চালু হচ্ছে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট সেবা
কুয়েত বাংলাদেশি প্রবাসীদের বহুল কাঙ্ক্ষিত ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের স্বপ্ন পূরণ হতে চলছে। এর জন্য কাজ করছে বাংলাদেশ থেকে আসা...
দুবাইয়ে প্রভাবশালী নারীর খেতাব পেলেন বাংলাদেশের আবিদা
জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের আবিদা হোসেন। শনিবার (১৮ মার্চ) দুবাই হোটেল ইন্টারকন্টিনেনটালে...
কানাডায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
কানাডায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টরন্টোর ৯ ডজ রোড়ের রয়্যাল লিজিয়ন হলে...
লস এঞ্জেলেসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী...