Read Time:2 Minute, 5 Second

২৬ দিন পার হয়ে গেলেও সন্ধান মেলেনি সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন আসা মো. নাজেম উদ্দিন নামের এক বাংলাদেশির। জানা যায়, গত ৫ অক্টোবর প্রাক্তন সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকতা মো. নাজেম উদ্দিন(৭০) ও তার সহধর্মিণী মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে আসেন। ৬ অক্টোবর হেরামে বায়তুল্লাহ কাবা তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি। এখনো তার কোনো সন্ধান পায়নি পরিবার।

নাজেম উদ্দিনের স্বজন দাম্মাম প্রবাসী তৌহিদুল ইসলাম জানান, এহসান ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ২৮ জনের একটি গ্রুপ গত ৫ অক্টোবর বাংলাদেশ থেকে আব্দুল আজিজ এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে থেকে মক্কায় পৌঁছে কাবা ঘর তাওয়াফে বের হন নাজেম উদ্দিন। এরপর থেকে তিনি নিখোঁজ। প্রায় ২৬ দিন হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তৌহিদুল ইসলাম আরও জানান, নিখোঁজের বিষয়ে স্থানীয় সৌদি পুলিশ, হাসপাতাল ও হেরেমে অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। যদি কোন প্রবাসী উনার খোঁজ পান তাহলে 01736550585 ও 966 543449584 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

গত ২৫ দিন ধরে সৌদি আরবের মক্কা ও মদিনায় মো নাজেম উদ্দিনকে খুঁজে না পেয়ে অবশেষে গত ২৫ অক্টোবর দেশে চলে আসেন স্ত্রী। মো. নাজেম উদ্দিনের গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী সদরের মাষ্টার পাড়ায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আল্লাহর কসম, সরকার কোনো ভয় দেখায়নি: রাঙ্গা
Next post রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের আংশিক কমিটি ঘোষণা
Close