Read Time:2 Minute, 41 Second

আমিরাতে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন
আমিরাতে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন
‘নতুনত্বের পথে প্রবাসীদের সাথে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা’ এ স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাইয়ের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও অভিষেক অনুষ্ঠান শেষ হয়েছে।

২৪ অক্টোবর (সোমবার) দুবাই ইন্টারন্যাশনাল সিটির একটি হোটেলের হল রুমে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এসময় আহবায়ক জসিম উদ্দিন ও সংগঠনের নব নির্বাচিত সভাপতি মারুপ উল হক’র যৌথ সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিজু ও কুতুব উদ্দীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলম।

প্রধান অতিথি বলেন, দুবাই ড্রাগন মার্ট বাংলাদেশীদের এখন যে অবস্থান সেটি আগে ছিল না। সম্প্রতিককালে ইন্টারন্যাশনাল সিটিতেও ড্রাগন মার্টে বাংলাদেশীরা ব্যবসা-বাণিজ্য বড় সাফল্য অর্জন করেছে। এটি আমাদের দেশের জন্য সুসংবাদ বয়ে আনে।

তিনি বলেন, সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে প্রবাসী কার্ড সংগ্রহ করা জরুরি। এটি প্রবাসীদের উপকারে আসে।

এতে অতিথি ছিলেন, কমিউনিটি নেতা ইসমাইল গনি,এয়াকুব সৈনিক, কাজী মোহাম্মদ আলী, শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, ইউএই প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, আমিরাত সংবাদ এর সম্পাদক ঈসমাইলসহ সংগঠনের নব নির্বাচিত সদস্য ও ব্যবসায়ী নেতারা।

অনুষ্ঠান শেষে ১০১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মারুপ উল হক এবং সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান রেজাউল করিম রিজু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আইনের আওতায় আসছেন অপপ্রচারকারী প্রবাসীরাও
Next post স্পেনে ‘বিশ্ব শান্তি ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শিরোনামে চিত্র প্রদর্শনী শুরু
Close