Read Time:1 Minute, 45 Second

সুইজারল্যান্ডের ডেলেমন্ট পৌরসভায় কমিশনার পদে নির্বাচন করে জয়লাভ করেছেন তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত। ধাপে ধাপে নির্বাচন শেষে গত ২৩ অক্টোবর সোশালিস্ট পার্টি থেকে তারা কমিশনার পদে জয়লাভ করেছেন।

ডেলেমন্ট পৌরসভায় কমিশনার পদে নির্বাচিত তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত হলেন- কাজী আসাদুজ্জামান, ইস্কান্দার আলী এবং জর্ডান আলী। এদের মধ্যে জর্ডান আলী ইস্কান্দার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। ইস্কান্দার আলী দীর্ঘ ২৪ বছর ধরে সুইজারল্যান্ডে বসবাস করছেন। আর কাজী আসাদুজ্জামানের বাড়ি ফরিদপুরে। তিনি দীর্ঘ ৩৪ বছর ধরে রয়েছেন সুইজারল্যান্ডে।

কাজী আসাদুজ্জামান সমকালকে জানান, পাঁচ বছর মেয়াদি প্যানেলভিত্তিক নির্বাচনে স্বতন্ত্র একটি প্যানেলসহ ছয়টি প্যানেল ছিল। এতে ৩৬ জন কমিশনার পদে নির্বাচনে জয়লাভ করেছে। জয়লাভ করা ৩৬ কমিশনারের মধ্যে তারা তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত।

কাজী আসাদুজ্জামান বলেন, নয় হাজার ভোটার ডাকের মাধ্যমে ধাপে ধাপে ভোট দিয়েছেন। ২৩ অক্টোবর এর কার্যক্রম শেষ হয়েছে। তারপর নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হৃদ্‌রোগে সৌদিতে এক সপ্তাহে ৩ বাংলাদেশির মৃত্যু
Next post নিউ ইয়র্ক পুলিশে প্রশাসনিক হিসাবরক্ষক হলেন বাংলাদেশি খালেদ
Close