লস এঞ্জেলেসে লিটল বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত লিটল বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়েছে। গত ২২ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় এ আয়োজন সম্পন্ন হয়।

হলিউড সায়েন্টলজীর লেবানন হলে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড সেরিমনিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্সুলেট অব লস এঞ্জেলেস এর কন্সাল জেনারেল, সামিয়া আঞ্জুম।

প্রেসক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা স্বাগত বক্তব্যে বলেন, “এই প্রবাসে দেশ, জাতি ও কমিউনিটির জন্য অনেকেই নিঃস্বার্থভাবে এবং নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। তারা দেশকে তুলে ধরছেন বিশ্বের দরবারে। তাদের আলোকিত করতে, আমরা তাদেরকে সম্মানিত করতে চাই। আর সে জন্যই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এর মাধ্যমে আমরা অন্যদেরকে অনুপ্রাণিত করাতে চাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক আগত আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে সাংবাদিকরা সত্যিকার অর্থে কারো বন্ধু হতে পারে না। তবুও আমরা কমিউনিটির মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি।”

লিটল বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২ প্রাপ্তদের মধ্যে রয়েছেন- মুক্তিযোদ্ধা ও সংগঠক জাহিদুল মাহমুদ জামি, সাহিত্যে মুকতাদির চৌধুরী তরুণ, সাংস্কৃতিতে মরনোত্তর অ্যাওয়ার্ড পান মিজানুর রহমান শাহিন, সমাজ সেবায় ইঞ্জিনিয়ার জলিল খান ও রিয়েলটর খন্দকার আলম।

সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন- সনামধন্য উপস্থাপিকা সাজিয়া হক মিমি।

প্রধান অতিথি কন্সাল জেনারেল সামিয়া আঞ্জুম লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের প্রয়াসকে সাধুবাদ জানিয়ে প্রবাস মিডিয়াকে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান। কমিউনিটির উপস্থিত নেতৃত্বস্থানীয় ব্যাক্তিবর্গকে বৈধ উপায়ে দেশে অর্থ পাঠানোর আবেদন জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে দেশকে সহায়তার আহ্বান জানান। সেই সঙ্গে কমিউনিটির মানুষের সুবিধার্থে পশ্চিম উপকূলের প্রবাসী মানুষের জন্য ভ্রাম্যমান কন্সুলেট চালু করার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে গ্রান্ড স্পন্সর মনিরুজ্জামান জীবন সহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অ্যাওয়ার্ড পর্বের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি কাজী মশহুরুল হুদা।

এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। এতে লস এঞ্জেলেসের সবচেয়ে জনপ্রিয় শিল্পী আরজীন কামাল ও তার দল পারফর্ম করেন।

আপ্যায়েনের ব্যবস্থায় আলাদিন সুইটস এন্ড মার্কেট।

Previous post যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুলের নিয়োগ বাতিল
Next post প্রধানমন্ত্রী হয়েই ঐক্যের ডাক সুনাকের
Close