Read Time:5 Minute, 45 Second

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি, নাচ, গান আর দেশজ পণ্য সামগ্রীর প্রদর্শনী নিয়ে অনুষ্ঠিত হয়েছে চিটাগাং অ্যাসোসিয়েশন অব কানাডার ‘চট্টগ্রাম মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

গত শনিবার রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে আয়োজিত এই মেলায় প্রবাসী বাংলাদেশিদের উপচে পরা ভিড় আয়োজনটিকে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত করে।

মেলা প্রাঙ্গণে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, গয়নার স্টলসহ খাবারের স্টলে ছিল সবার উচ্ছল উপস্থিতি। গল্পে আড্ডায় মেতে উঠেন উপস্থিত হাজারো বাংলাদেশি। কানাডায় বাংলাদেশি সব মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শীতের প্রারম্ভে বছরের অন্যতম জমজমাট অনুষ্ঠানে সবাই আড্ডা গল্প গান নৃত্যে যেন উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে যান।

সংগঠনের সাবেক দুই সভাপতি শিবু চৌধুরী ও আলমগীর হাকিম আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। সন্ধ্যা ৬টায় টরন্টো প্যাভিলিয়নের বিশাল মিলনায়তনে শুরু হয় সংগীত-নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। কানাডার শিল্পী মুক্তা পাল, রুবেন ইউসুফ, তাসনুভা বশর ও সমিত বড়ুয়ার সংগীতের পরিবেশনা ছিল খুবই শ্রুতিমধুর। বাংলাদেশ থেকে আগত বিখ্যাত নৃত্য শিল্পী সুলতানা হায়দার এবং তার কন্যা কানাডা প্রবাসী অরুনা হায়দারের কোরিওগ্রাফিতে পরিবেশিত হয় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী জীবন যাত্রা নিয়ে দলীয় নৃত্য। যুক্তরাষ্ট্র থেকে আগত প্রখ্যাত ফোক গানের শিল্পী শাহ মাহবুবের গানে বিশাল মিলনায়তনের শত শত দর্শকের উত্তাল নৃত্য এক আনন্দময় পরিবেশের সৃষ্টি করে।

এরপর চিটাগাং অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দৌজার পরিচালনায় সংগঠনের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন পরিচালক কানন বড়ুয়া, মো. সোলায়মান, কফিল উদ্দিন পারভেজ, শাহবুদ্দিন বুলবুল, মো. আজম মিয়া, ড. মনজুর মোর্শেদ, বিশ্বজিত পাল, মো. আমিনুল ইসলাম, কানিজ ফাতেমা, কায়সার কবীর, কাজী আব্দুল মোমেন জুয়েল, মো. আজাদ খান, মিজানুর রহমান প্রমুখ।

সভাপতি সরওয়ার জামান, সাধারণ সম্পাদক সব্যসাচী চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ সনৎ বড়ুয়ার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে ট্রাস্টি শিবু চৌধুরী, আলমগীর হাকিম, সেলিনা হোসাইন, সৈয়দ শওকত মাহমুদ,সরওয়ার সেলিম এবং বাংলাদেশ থেকে আগত পিজি হাসপাতালের প্রো-ভিসি ড. রফিকুল আলমকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

শপথ অনুষ্ঠানের পর কফিল উদ্দিন পারভেজ এবং নতুন প্রজন্মের প্রতিনিধি সামীর সরওয়ারের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিচেস অ্যান্ড ইস্ট ইয়র্ক থেকে নির্বাচিত এমপি নাথানিয়েল এরিসকাইন স্মিথ এবং স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে নির্বাচিত এম পি পি ডলি বেগম।

মেলার সমন্বয়ক ড. মঞ্জুর মোর্শেদ মেলা আয়োজনে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সব্যসাচী চক্রবর্তী এবং পরিচালক কানিজ ফাতেমা।

পরের পর্বে বাংলাদেশ থেকে আগত তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় সংগীত শিল্পী হৈমন্তী রক্ষিত সঙ্গীত পরিবেশন করেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী টানা সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে আগত দর্শক ও অতিথিদের অকুণ্ঠ ভালবাসায়সিক্ত হন এই শিল্পী। উপস্থিত দর্শকদের অনুরোধে আবারও সংগীত শিল্পী শাহ মাহবুব শুরু করেন সম্প্রতি বিখ্যাত সব জনপ্রিয় গানগুলো। সুবিশাল মিলনায়তনের উপস্থিত হাজারো দর্শকের অনেকের নৃত্যের উন্মাদনায় এক অপূর্ব আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নিউইয়র্ক চেম্বার অব কমার্সের ট্রাস্টেড ট্রেডিং পার্টনার এওয়ার্ড পেলেন বিশ্বজিত সাহা
Next post ইতালিতে শেখ রাসেল দিবস উদযাপন
Close