Read Time:2 Minute, 37 Second

সাম্প্রতিক সময়ের আলোচিত বাংলা সিনেমা হাওয়া প্রথমবাবের মতো পর্তুগালে বানিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে আগামী ১৫ই অক্টোবর। লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার বাইশা সিয়াদো মেট্রোর পাশে সিনেমা ইডিয়েলে আগামী শনিবার সকাল ১১ টায় উদ্বোধনী শো’র মাধ্যমে পর্তুগালের বাংলাদেশি দর্শকদের জন্য তা উন্মুক্ত হবে। পর্তুগালে প্রথমবাবের মতো কোনো বাংলাদেশি সিনেমা বানিজ্যিকভাবে মুক্তি ও প্রদশর্নের করার সুযোগ পেল।

হাওয়া সিনেমা দেখার জন্য বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আবেগ দেখা গিয়েছে। ছবিটি ইতোমধ্যে দেশ এবং দেশের বাহিরে বেশ প্রশংসা পেয়েছে। প্রবাসীরা ছবিটিকে বাংলাদেশি সিনেমায় নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেছেন।

পর্তুগালে হাওয়া সিনেমার উদ্যোক্তারা বলেন, ‘পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি বসবাস প্রায় ৩০ বছর ধরে। এখানে প্রায় ২৫ হাজার বাংলাদেশি বসবাস করছেন। দেশীয় মূল ধারার অনেক সিনেমা সময়ে সময়ে দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির মানুষ তা দেখার সুযোগ পায়নি। তাই আমাদের এই উদ্যোগ।’

কয়েকজন পর্তুগাল প্রবাসী জানিয়েছেন, পর্তুগালে হলিউড বা বলিউডের সিনেমা নিয়মিত দেখার সুযোগ থাকলেও বাংলাদেশি সিনেমা কখনো দেখা যায় না। তাই যারা এই এটির সুযোগ করে দিচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই। আশা করা যায় এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

উদ্যোক্তারা জানান ১৫ই অক্টোবর ছাড়াও আগামী ২২ ও ২৩ অক্টোবর সকাল ১১ টায় সিনেমাটির একটি করে শো অনুষ্ঠিত হবে। বেনফোরমোসো রোডে মাতৃ ভান্ডার ও বিডি সুপার মার্কেটে সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এখনই ক্ষমতা ছাড়েন, নইলে পালানোর পথ পাবেন না: মির্জা ফখরুল
Next post সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
Close