সাম্প্রতিক সময়ের আলোচিত বাংলা সিনেমা হাওয়া প্রথমবাবের মতো পর্তুগালে বানিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে আগামী ১৫ই অক্টোবর। লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার বাইশা সিয়াদো মেট্রোর পাশে সিনেমা ইডিয়েলে আগামী শনিবার সকাল ১১ টায় উদ্বোধনী শো’র মাধ্যমে পর্তুগালের বাংলাদেশি দর্শকদের জন্য তা উন্মুক্ত হবে। পর্তুগালে প্রথমবাবের মতো কোনো বাংলাদেশি সিনেমা বানিজ্যিকভাবে মুক্তি ও প্রদশর্নের করার সুযোগ পেল।
হাওয়া সিনেমা দেখার জন্য বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আবেগ দেখা গিয়েছে। ছবিটি ইতোমধ্যে দেশ এবং দেশের বাহিরে বেশ প্রশংসা পেয়েছে। প্রবাসীরা ছবিটিকে বাংলাদেশি সিনেমায় নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেছেন।
পর্তুগালে হাওয়া সিনেমার উদ্যোক্তারা বলেন, ‘পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি বসবাস প্রায় ৩০ বছর ধরে। এখানে প্রায় ২৫ হাজার বাংলাদেশি বসবাস করছেন। দেশীয় মূল ধারার অনেক সিনেমা সময়ে সময়ে দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির মানুষ তা দেখার সুযোগ পায়নি। তাই আমাদের এই উদ্যোগ।’
কয়েকজন পর্তুগাল প্রবাসী জানিয়েছেন, পর্তুগালে হলিউড বা বলিউডের সিনেমা নিয়মিত দেখার সুযোগ থাকলেও বাংলাদেশি সিনেমা কখনো দেখা যায় না। তাই যারা এই এটির সুযোগ করে দিচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই। আশা করা যায় এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
উদ্যোক্তারা জানান ১৫ই অক্টোবর ছাড়াও আগামী ২২ ও ২৩ অক্টোবর সকাল ১১ টায় সিনেমাটির একটি করে শো অনুষ্ঠিত হবে। বেনফোরমোসো রোডে মাতৃ ভান্ডার ও বিডি সুপার মার্কেটে সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে।
More Stories
নিজের অবস্থান পরিষ্কার করলেন ফারুকী
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের খ্যাতমান চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক...
খালের ওপর গানের স্কুল, বন্যাকে দেওয়া জমির লিজ বাতিল
[embed]https://www.youtube.com/watch?v=qY2kw8NX6Iw[/embed] রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের ওপর রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার...
খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস আর নেই
খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পঙ্কজ উদাসের...
অভিনেত্রী থেকে ‘নেত্রী’ হতে চান তারা
কেউ ছোট পর্দায় কাজ করছেন দীর্ঘদিন, আবার কেউ চলচ্চিত্রে লম্বা সময় অভিনয় করে পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসা। শোবিজের অনেক তারকাই...
ক্যালিফোর্নিয়ায় প্রদর্শিত হলো ‘জাহানারা’ ও ‘রেডিও’ সিনেমা
ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে প্রদর্শিত হলো ‘জাহানারা’ এবং ‘রেডিও’ সিনেমা। গত ১০ ডিসেম্বর সিনেমা দুটি প্রথম শুভ মুক্তি হয়। বারব্যাঙ্ক সাইন্টোলজিতে...
নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো বাঙলা মূকাভিনয় উৎসব
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে মূক ভাষায় বাঙলার সংস্কৃতি শিরোনামে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শনিবার, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো...