ভোটের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনে ভোট পর্যবেক্ষণ শেষে এ সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথা জানান গণমাধ্যমকর্মীদের জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এর আগে দুপুর পর্যন্ত মোট ৫১টি কেন্দ্রের নানা অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এই উপনির্বাচনে সাঘাটা উপজেলায় ৮৮টি ও ফুলছড়ি উপজেলায় ৫৭টিসহ মোট ১৪৫টি ভোটকেন্দ্র ছিলো।
সকালে সিসিটিভি ফুটেজে ভোটের পরিস্থিতি দেখে সিইসি বলেছিলেন, ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা স্বচক্ষে গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিয়ে দিতে দেখেছি। তাই ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে।
অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করার সিদ্ধান্তে কিছুটা অবাক হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আ.লীগের এই নেতার দাবি, কোনো কেন্দ্রেই নৈরাজ্য হয়নি। অথচ ফুটেজ দেখে ভোট বন্ধের ঘোষণা দিয়ে দেয়া হলো! এতগুলো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত ইসি কীভাবে নিল?
বুধবার (১২ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
নির্বাচন স্থগিতে ইসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে হানিফ বলেন, গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে কোনো কেন্দ্রেই নৈরাজ্য হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এতগুলো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত ইসি কীভাবে নিল- তা বোধগম্য নয়।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, অনিয়মের কারণে ৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে আমরা সিদ্ধান্ত নিলাম পুরো নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দেয়ার। সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। সেখানে আর ভোট হচ্ছে না। ভোটের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। বন্ধ হওয়া ভোটের বিষয়ে আইন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে যৌক্তিক কারণ ছাড়াই বিরোধী দলকে খুশি করার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত করেছেন বলে মন্তব্য করেছেন ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন।
বুধবার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে সাঘাটা উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তার সঙ্গে জেলা ও উপজেলার আ.লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থগিত হওয়ার ঘটনাকে নাটক বলে অভিহিত করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বুধবার (১২ অক্টোবর) গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “পোলিং এজেন্ট নিয়ে আমাদের পর্যবেক্ষণ এবং উদ্বেগের কারণ আজ সত্য প্রমাণিত হয়েছে। ইসির সাথে সংলাপে আমরা বলেছিলাম পোলিং এজেন্ট পদ্ধতি বাতিল করে কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি স্থাপন করতে। আজ সিইসি স্বয়ং দেখেছেন একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। সরকারি দলের পোলিং এজেন্টরা প্রতিপক্ষের কোন এজেন্টকে ভোটকেন্দ্রে থাকতে দেয়নি। ভয়ভীতি সৃষ্টি করে তারাই সাধারণ ভোটারদের হয়ে নৌকার পক্ষে ইভিএম মেশিনে ভোট দিয়েছে। তবে আমরা মনে করি, গাইবান্ধা-৫ উপনির্বাচন বাতিল ঘোষণা না করে বন্ধ ঘোষণা করা নির্বাচন কমিশনের একটি “নাটক”। অনুগত দলকানা প্রশাসন আর আওয়ামী ক্যাডার বাহিনীর দৌরাত্ম্যের কারণে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের আর কোনো পরিবেশ বাকি নেই। জাতীয় নির্বাচনের আগে নূন্যতম পরিবেশ সৃষ্টি করতে হলেও ইসিতে প্রস্তাবিত আমাদের ১৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।”
More Stories
শওকত মাহমুদকে বহিষ্কার করল বিএনপি
বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু...
সমালোচনার আগে নিজেদের গণতন্ত্র ত্রুটিমুক্ত করুন: যুক্তরাষ্ট্রকে কাদের
যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অন্যের...
একুশে পদকপ্রাপ্ত শিল্পী শামীম সিকদার আর নেই
একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও স্বোপার্জিত স্বাধীনতার নির্মাতা শামীম শিকদার আর নেই। মঙ্গলবার (২১ মার্চ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে...
ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত: সিএনএন’কে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অব্যাহত এই যুদ্ধ বিশ্বব্যাপী সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার...
সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী
শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়তে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে...
বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াত আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে...