সাম্প্রতিক সময়ের আলোচিত বাংলা সিনেমা হাওয়া প্রথমবাবের মতো পর্তুগালে বানিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে আগামী ১৫ই অক্টোবর। লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার বাইশা সিয়াদো মেট্রোর পাশে সিনেমা ইডিয়েলে আগামী শনিবার সকাল ১১ টায় উদ্বোধনী শো’র মাধ্যমে পর্তুগালের বাংলাদেশি দর্শকদের জন্য তা উন্মুক্ত হবে। পর্তুগালে প্রথমবাবের মতো কোনো বাংলাদেশি সিনেমা বানিজ্যিকভাবে মুক্তি ও প্রদশর্নের করার সুযোগ পেল।
হাওয়া সিনেমা দেখার জন্য বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আবেগ দেখা গিয়েছে। ছবিটি ইতোমধ্যে দেশ এবং দেশের বাহিরে বেশ প্রশংসা পেয়েছে। প্রবাসীরা ছবিটিকে বাংলাদেশি সিনেমায় নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেছেন।
পর্তুগালে হাওয়া সিনেমার উদ্যোক্তারা বলেন, ‘পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি বসবাস প্রায় ৩০ বছর ধরে। এখানে প্রায় ২৫ হাজার বাংলাদেশি বসবাস করছেন। দেশীয় মূল ধারার অনেক সিনেমা সময়ে সময়ে দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির মানুষ তা দেখার সুযোগ পায়নি। তাই আমাদের এই উদ্যোগ।’
কয়েকজন পর্তুগাল প্রবাসী জানিয়েছেন, পর্তুগালে হলিউড বা বলিউডের সিনেমা নিয়মিত দেখার সুযোগ থাকলেও বাংলাদেশি সিনেমা কখনো দেখা যায় না। তাই যারা এই এটির সুযোগ করে দিচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই। আশা করা যায় এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
উদ্যোক্তারা জানান ১৫ই অক্টোবর ছাড়াও আগামী ২২ ও ২৩ অক্টোবর সকাল ১১ টায় সিনেমাটির একটি করে শো অনুষ্ঠিত হবে। বেনফোরমোসো রোডে মাতৃ ভান্ডার ও বিডি সুপার মার্কেটে সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে।
More Stories
ভালোবাসার দিন
ভালোবাসা এমন এক চেতনা, যা জীবনের প্রতিটি দিনে, প্রতিক্ষণে অনুভূত ও উদযাপিত হওয়া উচিত। তবু আমাদের কাছে একটি দিন ভ্যালেন্টাইনস...
শিল্পকলায় বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের কর্মশালা ভিত্তিক প্রোযোজনা ও জার্নাল প্রকাশিত
মূকাভিনয় হচ্ছে একটি শক্তিশালি শিল্প মাধ্যম। যা কথা না বলেও সবাইকে মনের কথা বলে দেয়। বাংলাদেশেও এর চর্চা বহুদিনের। তবে...
ঢাকায় শুরু হচ্ছে কাজী মশহুরুল হুদার মূকাভিনয় কর্মশালা
মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্বাবধানে ঢাকায় বাঙলা মূকাভিনয়ের প্রযোজনা কেন্দ্রিক কর্মশালা শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। ১২...
মিস ইউনিভার্স হলেন মার্কিন সুন্দরী গ্যাব্রিয়েল
এবারের মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মার্কিন সুন্দরী আরবনি গ্যাব্রিয়েল। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে মডেলিংয়ের সঙ্গে জড়িত। মিস ইউনিভার্সের ৭১তম আসরে বিশ্বের...
খুলনা বিভাগীয় বাঙলা মূকাভিনয় কর্মশালা সম্পন্ন
বাংলাদেশের মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের লক্ষ্যে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে তিন দিনব্যাপী "বাঙলা মূকাভিনয় কর্মশালা" সফলভাবে সম্পন্ন হয়েছে জেলা শিল্পকলা...
নাইজেরিয়ায় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’
ইরান ও চীন দূতাবাসের যৌথ উদ্যোগে নাইজেরিয়ার রাজধানী আবুজাস্থ চীনা সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ৪র্থ এশিয়া চলচ্চিত্র উৎসবে শতাধিক দর্শকের উপস্থিতিতে...