Read Time:1 Minute, 27 Second

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মালদ্বীপে এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় রোববার (৯ অক্টোবর) বেলা ১১টায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এ আয়োজন করে।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ ও তৃতীয় সচিব মো. মিজানুর রহমান ভুঁইয়া।

অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পাঠানো বাণীসমূহ পাঠ করা হয়। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য বর্ণনা করে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।

সবশেষে দেশ ও সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post গ্রিসে দেড় মাস ধরে মর্গে পড়ে আছে বাংলাদেশি নারীর লাশ
Next post মিশিগানে প্রবাসীদের পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উদযাপন
Close