Read Time:2 Minute, 20 Second

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আইআইডি বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্তে সুষ্ঠু তদন্তও দাবি করেন তিনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এমনটা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ওহম-পেন্ডে প্রিফেকচারে এ ঘটনা ঘটে। এতে টহল দলের কমান্ডার অপর বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ সরকার ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি তাদের শোক দ্রুত কাটিয়ে উঠার আশাও প্রকাশ করেন গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, শান্তিরক্ষী বাহিনীর ওপর এমন হামলা আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধের শামিল। এসময় সেন্ট্রার আফ্রিকান কর্তৃপক্ষের প্রতি অপরাধীদের শনাক্ত করতে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। নিহতদের প্রতি ন্যয়বিচার নিশ্চিতে এ আহ্বান জানান গুতরেস।

বিবৃতিতে রাত্রিকালীন ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এ নিষেধাজ্ঞা দেশটির জাতীয় কর্তৃপক্ষকে সহায়তাকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পর্তুগালে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের দূর্গা উৎসব উদযাপন
Next post গ্রিসে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের দূর্গা উৎসব উদযাপন
Close