সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আইআইডি বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্তে সুষ্ঠু তদন্তও দাবি করেন তিনি।
মঙ্গলবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এমনটা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ওহম-পেন্ডে প্রিফেকচারে এ ঘটনা ঘটে। এতে টহল দলের কমান্ডার অপর বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ সরকার ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি তাদের শোক দ্রুত কাটিয়ে উঠার আশাও প্রকাশ করেন গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, শান্তিরক্ষী বাহিনীর ওপর এমন হামলা আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধের শামিল। এসময় সেন্ট্রার আফ্রিকান কর্তৃপক্ষের প্রতি অপরাধীদের শনাক্ত করতে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। নিহতদের প্রতি ন্যয়বিচার নিশ্চিতে এ আহ্বান জানান গুতরেস।
বিবৃতিতে রাত্রিকালীন ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এ নিষেধাজ্ঞা দেশটির জাতীয় কর্তৃপক্ষকে সহায়তাকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
