সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আইআইডি বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্তে সুষ্ঠু তদন্তও দাবি করেন তিনি।
মঙ্গলবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এমনটা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ওহম-পেন্ডে প্রিফেকচারে এ ঘটনা ঘটে। এতে টহল দলের কমান্ডার অপর বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ সরকার ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি তাদের শোক দ্রুত কাটিয়ে উঠার আশাও প্রকাশ করেন গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, শান্তিরক্ষী বাহিনীর ওপর এমন হামলা আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধের শামিল। এসময় সেন্ট্রার আফ্রিকান কর্তৃপক্ষের প্রতি অপরাধীদের শনাক্ত করতে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। নিহতদের প্রতি ন্যয়বিচার নিশ্চিতে এ আহ্বান জানান গুতরেস।
বিবৃতিতে রাত্রিকালীন ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এ নিষেধাজ্ঞা দেশটির জাতীয় কর্তৃপক্ষকে সহায়তাকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।
More Stories
পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও...
হামাসপ্রধান সিনওয়ার নিহতের গুঞ্জন, খতিয়ে দেখছে ইসরায়েল
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে...
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার...
ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন...
মুসলিমদের শত্রু এক: খামেনি
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি...
ইসরাইলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’...